ঢাকা, ০৫ নভেম্বর, ২০২৫ | কার্তিক ২১ ১৪৩২
ঢাকা, ০৫ নভেম্বর, ২০২৫       
Shruhid Tea

৫ম সপ্তাহে ৪ হলে বাপ্পী-অপুর ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’

বিনোদন প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ১৮:৩৩, ১০ মার্চ ২০২২

৫ম সপ্তাহে ৪ হলে বাপ্পী-অপুর ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’

বাপ্পী চৌধুরী ও অপু বিশ্বাস

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষ্যে ১১ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে দর্শকপ্রিয় নায়ক বাপ্পী চৌধুরী ও ঢালিউড কুইন খ্যাত অপু বিশ্বাস জুটির চলচ্চিত্র শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২। দেবাশীষ বিশ্বাস পরিচালিত চলচ্চিত্রটি মুক্তির পর থেকেই হাসি ফুটেছে হলমালিকদের মুখে।

মুক্তির ৫ম সপ্তাহে ২টি নতুন চলচ্চিত্র মুক্তি পেলেও যশোর মনিহারসহ ৪ হলে চলবে শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২। হলগুলো হলো- মনিহার যশোর, চাঁদমহল কাঁচপুর, তাজ গাইবান্ধা, অবকাশ ফুলবাড়ি।

তারকা বহুল রোমান্টিক ও কমেডি ঘরানার চলচ্চিত্রটিতে বাপ্পী-অপু ছাড়া আরও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, আফজাল শরীফ, কাবিলা, চিকন আলীসহ অনেকে। 

সিনেমার গানে কণ্ঠশিল্পী দিয়েছেন কুমার শানু, আকাশ সেন, ইমরান ও লিজা। সঙ্গীত পরিচালনায় ছিলেন প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল, ইমন সাহা, শ্রী প্রীতম, আকাশ সেন। আবহসংগীত করেছেন ইমন সাহা।

বঙ্গবাণীডটকম/এমএস

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত