না ফেরার দেশে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সি বি জামান
প্রকাশিত: ১৭:৪৬, ২০ ডিসেম্বর ২০২৪

সি বি জামান
দেশের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সি বি জামান মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গুরুতর অসুস্থ অবস্থায় গত ১৪ ডিসেম্বর তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। নির্মাতার ছেলে সি এফ জামান তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।
গত ১৩ ডিসেম্বর বেলা পৌনে ১১টার দিকে বাথরুমে পড়ে যান সি বি জামান। এর পরই তার কথাবার্তা অসংলগ্ন হয়ে পড়ে। সেদিন তিনটার দিকে তাকে মহাখালীর একটি হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকরা তাকে আইসিইউতে নেন।
পরে সি বি জামানের ছেলে সি এফ জামান সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, আব্বু হার্ট অ্যাটাক করেছেন। সেই সঙ্গে তার ক্রনিক কিডনি ডিজিজ থাকায় তার হার্টের চারপাশে পানি জমেছে। ক্রিয়েটিনিন বেড়ে গেছে, হিমোগ্লোবিন কমে গেছে। আপাতত ব্লাড ম্যানেজ করে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ানোর চেষ্টা চলছে, এরপর অন্য ট্রিটমেন্টে যাবে।
সি এফ জামান গণমাধ্যমে জানান, তাদের পরিবারের সদস্যদের দাফন সিলেটের শাহ জালাল দরগাহ শরীফের কবরস্থানে হয়। সেভাবেই ব্যবস্থা করা হচ্ছে।
১৯৬৬ সালে লাহোর ফিল্ম ইন্ডাস্ট্রিতে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন সি বি জামান। ১৯৭৩ থেকে ১৯৯০ সাল পর্যন্ত সরাসরি সিনেমা পরিচালনায় সম্পৃক্ত ছিলেন তিনি। এ সময়ে তিনি ঝড়ের পাখি (১৯৭৩), উজান ভাটি (১৯৮২), পুরস্কার (১৯৮৩), শুভরাত্রি (১৯৮৫), হাসি (১৯৮৬), লাল গোলাপ (১৯৮৯) ও কুসুম কলির (১৯৯০) মতো কালজয়ী সিনেমা নির্মাণ করেন।
বঙ্গবাণীডটকম/এমএস
- যেভাবে হলো নিলয়-হৃদি’র প্রেম বিয়ে
- করোনায় আক্রান্ত রিয়াজ
- চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহান, মহাসচিব শাহীন
- জাজ’র ‘জ্বীন’ একা দেখলেই পাবেন ১ লাখ টাকা
- বিয়ে করেছি, চুরি, ডাকাতি, খুন, ধর্ষন তো আর করি নাই : নিলয়
- বিনা কর্তনে ছাড়পত্র পেলো ‘স্বপ্নে দেখা রাজকন্যা’
- ব্যস্ততা বেড়েছে সানজিদা আনিকার
- গাইবান্ধায় ‘লালজমিন’র ২৫০তম মঞ্চায়ন বুধবার
- সচেতনতার গল্প নিয়ে তমা মির্জার ‘আনন্দী
- ঈদে আসাদের ৬ পর্বের ধারাবাহিক ‘তুমি আমার মনের মানুষ’
- আমি নিরুপায় হয়ে এই মামলার সিদ্ধান্ত নিয়েছি: নায়িকা তমা মির্জা
- পিয়ার পরিবারে আসছে নতুন অতিথি
- আইসিইউতে কাজী হায়াৎ, অবস্থার উন্নতি হচ্ছে না
- হাতি নয়, স্বামীকে মুরগি কিনে দিতে বললেন পিয়া
- আজ থেকে নাগরিক টিভিতে ‘চাঁদের হাট’
ফরিদপুরে বিএনপি নেতাকর্মীর নামে এ কে আজাদের মামলার তদন্ত চলছে
কর্মস্থল থেকে উধাও
সাবেক ডিআইজিসহ আরও তিন পুলিশ কর্মকর্তা বরখাস্তই কমার্স, এফ কমার্স ব্যবসায়ীদের ভরসার নাম ‘আরবিট ক্রিয়েটিভ হাব’
ফরিদপুরে ইয়াবা সেবনরত অবস্থায় সাবেক ছাত্রলীগ নেতা সজীব গ্রেপ্তার
ইসরায়েলের সামরিক গোয়েন্দা স্থাপনায় ইরানের ক্ষেপনাস্ত্র হামলা