ঢাকা, ১৮ মে, ২০২৪ | জ্যৈষ্ঠ ৪ ১৪৩১
ঢাকা, ১৮ মে, ২০২৪       
Shruhid Tea

মা ইলিশ শিকার

৩০ হাজার মিটার জাল ধংশ ও ২ জেলের অর্থদন্ড

ফরিদপুর (চরভদ্রাসন) প্রতিনিধি বঙ্গবাণী

প্রকাশিত: ১৭:৪৪, ২০ অক্টোবর ২০২০

৩০ হাজার মিটার জাল ধংশ ও ২ জেলের অর্থদন্ড

অবৈধ ভাবে শিকার করা মা ইলিশ

প্রজনন মৌসুমে অবৈধ ভাবে মা ইলিশ শিকারের দায়ে  ৩০ হাজার মিটার কারেন্ট জাল ধংশ করা হয়েছে। ফরিদপুরের চরভদ্রাসনে সোমবার বিকেল ৫ টা হতে রাত ৯ টা পর্যন্ত ভ্রাম্যমান আদালতের অভিজানে এক্সিকিউটিভ ম্যাজিট্রেট দবির উদ্দীন নেতৃত্বে পদ্মা নদীতে এ অভিজান পরিচালনা করা হয়। এ সময় তার সাথে ছিলেন উপজেলা মৎস কর্মকর্তা হালিমা সর্দার, চরভদ্রাসন থানার উপ-পরিদর্শক তুহিন, অতুল জোয়ারদার প্রমূখ।

প্রজনন মৌসুমে অবৈধ ভাবে মা ইলিশ শিকারের দায়ে জব্দ করা এ কারেন্ট জাল পদ্মা নদীর চরে ও গোপালপুর ঘাটে এনে ধংশ করা হয়। এ সময় সদরপুর উপজেলার সলেনামা গ্রামের অবৈধ মৎস শিকারী বিল্লাল মিয়া ও কালাম খালাশী নামক দুই ব্যাক্তিকে আটক করা হয়। 

তাদের সরকারী আইন অমান্য করার দায়ে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ২ শত করে মোট ৪ শত টাকা জরিমানা করা হয়। এ সময় তাদের কাছ হতে দশ কেজি মা ইলিশ জব্দ করা হয়। পরে তা সদর উপজেলার বাদুল্য মাতুব্বরের ডাঙ্গী মাদ্রাসায় বিতরন করা হয়।

বঙ্গবাণী/এএইচ/এমএস

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত