ঢাকা, ০৭ নভেম্বর, ২০২৫ | কার্তিক ২২ ১৪৩২
ঢাকা, ০৭ নভেম্বর, ২০২৫       
Shruhid Tea

সড়ক দুর্ঘটনায় পৌর মেয়রের স্ত্রী-ছেলেসহ ৩ জনের মৃত্যু

শফিকুল খান জনি, নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি বঙ্গবাণী

প্রকাশিত: ০৯:৫০, ৪ মার্চ ২০২১

সড়ক দুর্ঘটনায় পৌর মেয়রের স্ত্রী-ছেলেসহ ৩ জনের মৃত্যু

ছবি- বঙ্গবাণী

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নগরকান্দা পৌরসভার নবনির্বাচিত মেয়র নিমাই চন্দ্র সরকারের স্ত্রী, ছেলেসহ তিন জন নিহত হয়েছেন। বুধবার রাত পৌঁনে নয়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের কাইলার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিন জন হলেন, নগরকান্দার নব নির্বাচিত মেয়রের স্ত্রী সঞ্চিতা রানী সরকার (৪২), বড় ছেলে গোবিন্দ সরকার (২৩) ও নগরকান্দা পৌর যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল মাতুব্বর (৪২)।

এতে গুরুতর আহত হয়েছেন মেয়র নিমাই চন্দ্র সরকার (৫০) সহ অন্তত ১০ জন।
আহত মেয়রকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, পৌরমেয়র নিমাই চন্দ্র সরকার, তার স্ত্রী সঞ্চিতা রানী সরকার, ছেলে গোবিন্দ সরকার, যুবলীগ নেতা কামাল মাতুব্বরসহ আরও কয়েকজন মাইক্রোবাসযোগে ভাঙ্গা উপজেলায় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে নগরকান্দায় নিজ বাড়িতে ফিরছিলেন।

ঢাকা-খুলনা মহাসড়কের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের কাইলার মোড় নামক এলাকায় বিপরীত দিক থেকে আসা চট্টগ্রাম গামী যাত্রীবাহী জি এস পরিবহন (খুলনা মেট্রো ব ১১০১৭১) এর একটি বাসের সঙ্গে তাদের মাইক্রোবাসের (ঢাকা মেট্রো চ ১৫৩৯৫৬) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ জন মারা যায়।

আহত নিমাই সরকার ও তার ছেলে গোবিন্দ সরকারকে গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে গোবিন্দ মারা যান ও নিমাই সরকারকে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকায় পাঠানো হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, মাইক্রোবাস ও বাসের মুখোমুখি সংঘর্ষে পৌর মেয়রের স্ত্রী, ছেলেসহ তিন জন মারা গেছেন। পৌর মেয়রের অবস্থা আশঙ্কাজনক।

বঙ্গবাণী/এমএস/এসকেজে

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত