ঢাকা, ২৮ আগস্ট, ২০২৫ | ভাদ্র ১৩ ১৪৩২
ঢাকা, ২৮ আগস্ট, ২০২৫       
Shruhid Tea

স্বামী-স্ত্রীকে গলা কেটে হত্যা, আটক ৫

চুয়াডাঙ্গা প্রতিনিধি   বঙ্গবাণী

প্রকাশিত: ০৮:১২, ৬ অক্টোবর ২০২০

স্বামী-স্ত্রীকে গলা কেটে হত্যা, আটক ৫

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গবিন্দপুর গ্রামের নিজ বসত ঘরে পিয়ার আলী ও তার স্ত্রী রোজিনা খাতুন হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ। রোববার সন্ধ্যা থেকে সোমবার দিবাগত রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

সোমবার বিকালে নিহতের জামাতা শহিদুল ইসলাম বাদী হয়ে ৮-১০ জনের নাম উল্লেখ করে দামুড়হুদা থানায় হত্যা মামলা করেছেন। এদিন বিকেলে লাশের ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে তাদের লাশ দাফন করা হয়।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার (৩ অক্টোবর) জেলার দামুড়হুদা উপজেলার গোবিন্দপুর গ্রামের পিয়ার আলী ও তার স্ত্রী রোজিনা খাতুনকে কুপিয়ে ও গলা কেটে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরদিন রোববার (৪ অক্টোবর) পরিবারের সদস্যরা তাদের লাশ দেখে পুলিশে খবর দিলে রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। রাত থেকেই পুলিশ অভিযান চালিয়ে পিয়ার আলীর সাবেক দ্বিতীয় স্ত্রী ফেরদৌসী’সহ পাঁচজনকে আটক করে।

দামুড়হুদা থানার ওসি আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জমি-জমা সংক্রান্ত ঘটনার জের ধরে হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে আটকদের জিজ্ঞাসাবাদ ও সুষ্ঠ তদন্তের পরই প্রকৃত ঘটনা জানা যাবে। বাকি আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। 

বঙ্গবাণী/এমএস

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত