ঢাকা, ১৯ এপ্রিল, ২০২৪ | বৈশাখ ৬ ১৪৩১
ঢাকা, ১৯ এপ্রিল, ২০২৪       
banner

স্কুল খুললেও আর ফেরা হবেনা সাঈমের (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ১৯:০৫, ১২ জুন ২০২১

স্কুল খুললেও আর ফেরা হবেনা সাঈমের (ভিডিও)

তৃতীয় শ্রেণীর ছাত্র সাঈম শেখ। ছবি- বঙ্গবাণী

ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের দূর্গপুর ওমেদিয়া সরকারী প্রাঃ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র সাঈম শেখ (৯) ঢাকায় যাচ্ছে কোট-প্যান্টের কাজে। সে ওমেদ আলী বিশ্বাসের পাড়ার কোকিল শেখের ছোট ছেলে। আবার স্কুল খুললেও আর বলে জানালেন সাঈম। 

সাঈম বলেন, আজ (শনিবার) আমার বড় ভাই সিয়াম শেখ (১৩) কাজের জন্য ঢাকায় চলে গেছে। সিয়াম ভাই ক্লাস সেভেনে পড়েন। সে দোয়ারি বানানো শিখবেন ও পরে এই কাজ করবেন। কয়েকদিনের মধ্যে আমিও চলে যাবো। আমি কোট-প্যান্ট বানানো শিখবো ও এই কাজ করবো। টাকা রোজগার করে বাড়িতে পাঠেবো। আমার আব্বার একটি অটো রিক্সা কিনবেন।

তুমিতো এখনো অনেক ছোট, ঢাকায় কেন যাচ্ছো? এমন প্রশ্নের জবাবে সাঈম বলেন, ‘কি করবো? স্কুল বন্ধু, লেখা-পড়া হচ্ছেনা তাই বাড়ি থেকে আমাকে কাজে পাটিয়ে দিবেন। একবার কাজে চলে যাওয়ার পর আবার স্কুল খুললেও আর বই নিয়ে কখনো স্কুলে ফেরা হবেনা।’

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুনhttps://youtu.be/HXhoIOL-QsE?t=9

বঙ্গবাণী/এমএস

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত