ঢাকা, ০৬ নভেম্বর, ২০২৫ | কার্তিক ২২ ১৪৩২
ঢাকা, ০৬ নভেম্বর, ২০২৫       
Shruhid Tea

সুন্দরবনের আত্মসমর্পণকারী ২৮৪ জলদস্যুকে ঈদ উপহার দিল র‍্যাব

মাসুদ রানা, মোংলা (বরগুনা) প্রতিনিধি  বঙ্গবাণী

প্রকাশিত: ১৯:২২, ১৮ জুলাই ২০২১

সুন্দরবনের আত্মসমর্পণকারী ২৮৪ জলদস্যুকে ঈদ উপহার দিল র‍্যাব

মোংলায় ঈদুল আযহা`র ঈদ শুভেচ্ছা উপহার সামগ্রী বিতরণে রাব-৮

সুন্দরবনে দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা ২৮৪ বনদস্যুর পরিবারের মাঝে ঈদ শুভেচ্ছা সামগ্রী বিতরণ করেছে র‍্যাব-৮। আজ রোববার দুপুরে মোংলাসহ বাগেরহাটের ভাঙ্গা বাজার ও সাইনবোর্ড, খুলনা, সাতক্ষীরা এবং মুন্সিগঞ্জ এলাকায় পৃথকভাবে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

মোংলায় ঈদুল আযহা'র ঈদ শুভেচ্ছা উপহার সামগ্রী বিতরণের সময় রাব-৮ এর উপ অধিনায়ক মেজর মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আত্নসমর্পণকারী বনদস্যুদের প্রতি সরকারের আন্তরিকতা এবং সার্বিক খোজ খবর রাখার অংশ হিসেবে এসব সামগ্রী বিতরণ করা হচ্ছে। এ সময় তার সাথে র‍্যাব ৮ এর সিপিএসসি কোম্পানির অধিনায়ক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ র‍্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

বিতরণ করা সামগ্রীর মধ্যে রয়েছে, চাল, ডাল, আলু, পেয়াজ, সেমাই, চিনি, সয়াবিন তেলসহ মোট ৮ ধরনের খাদ্যদ্রব্য ও নগদ অর্থ।

বঙ্গবাণীডটকম/এমএস

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত