ঢাকা, ০৬ নভেম্বর, ২০২৫ | কার্তিক ২২ ১৪৩২
ঢাকা, ০৬ নভেম্বর, ২০২৫       
Shruhid Tea

সামান্তা-আসিফকে নিয়ে সাথীর ‘বনমালী তুমি’

বিনোদন প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ১৬:৫১, ৩১ মে ২০২১

সামান্তা-আসিফকে নিয়ে সাথীর ‘বনমালী তুমি’

ছবি-সংগৃহীত

কণ্ঠশিল্পী সাথী খান ও মডেল অভিনেত্রী সামান্তা শিমু সম্পর্কে আপন সহোদরা। তারা দুজন কাজ করলেন একই গানে। সাথী খানের গাওয়া নতুন গান ‘বনমালী তুমি’ তে মডেল হয়েছেন সামান্তা শিমু ও চিত্রনায়ক আসিফ ইমরোজ। 

দ্বীন শরতের বিখ্যাত গান ‘বনমালী তুমি’ এর মূল দুটি লাইন ঠিক রেখে মৌলিক আয়োজনে নতুন গানটির কথা লিখেছেন কাজী শাহিন। সুর ও সংগীত পরিচালনা করেছেন রবিন ইসলাম। গানটির ভিডিও চিত্র নির্মাণ করেছেন তরুণ কোরিওগ্রাফার রোহান বেলাল। গানটির মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন রোহান বেলাল। 

নতুন গান প্রসঙ্গে সাথী খান বলেন, ‘গানটি অনেক সময় নিয়ে করেছি। সুর ও সংগীতায়োজন মিলিয়ে দারুন হয়েছে। ভিডিওতে ডিএমএস ফ্ল্যাশ ডান্স কোম্পানীর সবাই দারুন করেছে। আর মডেল হিসেবে সামান্তা শিমু আর আসিফ ইমরোজতো অসাধারণ। আশা করছি গানটি সবার ভালো লাগবে।’ 

গানের মডেল সামান্তা শিমু বলেন, ‘আমি শতাধিক মিউজিক ভিডিওতে কাজ করেছি। সব কাজের বাইরে এটি একেবারে আলাদা। কারন নিজের বোনের গানে মডেল হয়েছি।’ 

‘বনমালী তুমি’ গানটির ভিডিও ৩ জুন সিডি চয়েসের অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ হবে। 

বঙ্গবাণী/এমএস

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত