ঢাকা, ০৬ নভেম্বর, ২০২৫ | কার্তিক ২২ ১৪৩২
ঢাকা, ০৬ নভেম্বর, ২০২৫       
Shruhid Tea

সাংবাদিক হিরন ও বায়েজিদের পিতা মারা গেছেন

ফরিদপুর প্রতিনিধি বঙ্গবাণী

প্রকাশিত: ১৭:৫৩, ৩০ জুলাই ২০২১

সাংবাদিক হিরন ও বায়েজিদের পিতা মারা গেছেন

এ কে এম নজরুল ইসলাম

দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার ওয়াকিল আহমেদ হিরন ও দীপ্ত টিভির বিশেষ প্রতিনিধি বায়েজিদ আহমেদের বাবা এ কে এম নজরুল ইসলাম মারা গেছেন। বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে আজ শুত্রক্রবার সকাল সোয়া ৮টায় ফরিদপুরের শহরের গোয়ালচামটের হাউজিং এ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এ কে এম নজরুল ইসলাম বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শুত্রক্রবার বাদ জুমা গোয়ালচামট হাউজিং এ জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাযা শেষে ফরিদপুরের আলীপুর কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।   

এ কে এম নজরুল ইসলামের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি মুরসালিন নোমানী, সাধারণ সম্পাদক মসিউর রহমান খান, ফরিদপুর জার্নালিস্ট ফাউন্ডেশন ঢাকার সভাপতি অমরেশ রায়, সাধারণ সম্পাদক আছাদুজ্জামান, দৈনিক ফরিদপুর কণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ওয়াহিদ মিল্টন প্রমুখ। তারা পৃথক শোক বিবৃতিতে মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বঙ্গবাণী পরিবারের পক্ষ থেকেও মরহুমের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাই।

বঙ্গবাণীডটকম/এমএস

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত