ঢাকা, ০৪ মে, ২০২৪ | বৈশাখ ২১ ১৪৩১
ঢাকা, ০৪ মে, ২০২৪       
banner

সাংবাদিক গৌতম দাস হত্যার ১৫তম দিবসে শ্রদ্ধা নিবেদন

ফরিদপুর প্রতিনিধি বঙ্গবাণী

প্রকাশিত: ১৮:৪০, ১৭ নভেম্বর ২০২০

সাংবাদিক গৌতম দাস হত্যার ১৫তম দিবসে শ্রদ্ধা নিবেদন

গৌতম দাসের সমাধিতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়

নির্ভিক সাংবাদিক সমকালের ফরিদপুর ব্যাুরো প্রধান গৌতম দাস হত্যাকান্ডের ১৫তম দিবস আজ ১৭ নভেম্বর মঙ্গলবার। দিনটি পালন উপলক্ষ্যে ফরিদপুরের ভাঙ্গায় চন্ডিদাসদী গ্রামে প্রয়াতের বাড়ীর আঙ্গিনা ও সমাধীতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বেলা ১১ টার দিকে গৌতম দাসের সমাধিতে সমকাল সুহৃদ সমাবেশ, প্রথম আলো বন্ধুসভা ও তারেক মাসুদ ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর তারেক মাসুদ ফাউন্ডেশনের উদ্যোগে গৌতমের বাড়ির চত্ত্বরে সাংস্কৃতিক ও আবৃত্তি অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

২০০৫ সালের ১৭ নভেম্বর ফরিদপুর শহরের নিলটুলী মুজিব সড়কে স্মরণী মার্কেটে অবস্থিত দৈনিক সমকাল ব্যুরো অফিসে শ্বাসরোধ করে হত্যা করা হয় গৌতম দাসকে।
২০১৩ সালের ২৭ জুন ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন গৌতম দাস হত্যা মামলার রায় ঘোষণা করেন। রায়ে নয়জন আসামির সকলকেই যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করা হয়।

বঙ্গবাণী/এমএস

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত