ঢাকা, ৩০ আগস্ট, ২০২৫ | ভাদ্র ১৫ ১৪৩২
ঢাকা, ৩০ আগস্ট, ২০২৫       
Shruhid Tea

শীত ও ঘূর্ণিঝড়, নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ১৫:৫১, ২৩ নভেম্বর ২০২০

শীত ও ঘূর্ণিঝড়, নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস

লঘুচাপটি ঘণীভূত হয়ে সুষ্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। ছবি: সংগৃহীত

সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। তবে পরবর্তী তিনদিনে আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই। সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

সারাদেশে আজ সর্বনিম্ন তাপমাত্রা বাদলগাছি ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা চট্টগ্রাম ও সন্দীপে ২৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থিত লঘুচাপটি ঘণীভূত হয়ে সুষ্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এটি আরো ঘণীভূত হতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকা পর্যন্ত বিস্তৃত হতে পারে।

তবে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হলেও বাংলাদেশের খুব বেশি ভয়ের আশংকা নেই। কারণ এটি বাংলাদেশ উপকূল থেকে বেশ দূরে অবস্থান করছে। এর গতিমুখ ভারতের অন্ধ্র উপকূলের দিকে।

এদিকে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য কোনো সতর্কবাণী নেই এবং সংকেত দেখাতে হবে না। ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬ টা ২০ মিনিটে।

বঙ্গবাণী/এমএস

আবহাওয়া বিভাগের সর্বাধিক পঠিত