ঢাকা, ০৫ নভেম্বর, ২০২৫ | কার্তিক ২১ ১৪৩২
ঢাকা, ০৫ নভেম্বর, ২০২৫       
Shruhid Tea

শক্রবার মুক্তি পাচ্ছে নিরব-মিথিলার ‘অমানুষ’

বিনোদন প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ১৯:৩২, ১৫ জুন ২০২২

শক্রবার মুক্তি পাচ্ছে নিরব-মিথিলার ‘অমানুষ’

ছবি-সংগৃহীত

ঢালিউডের দর্শকপ্রিয় নায়ক নিরব হোসেনের সঙ্গে প্রথমবারেরমত চলচ্চিত্রে কাজ করেছেন দর্শকপ্রিয় অভিনেত্রী মিথিলা। গুণী নির্মাতা অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ চলচ্চিত্রে জুটি হয়েছেন তারা। বেশ কয়েক-দফা মুক্তির সিদ্ধান্ত পিছিয়ে অবশেষে ১৭ জুন চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে বাংলাদেশের প্রেক্ষাগৃহে। 

একটি সত্য ঘটনা অবলম্বনে ছবিটি নির্মিত এই চলচ্চিত্রে ওসমান ডাকাতের চরিত্রে অভিনয় করেছেন নিরব। প্রথমবার একজন দুর্ধর্ষ ডাকাতের চরিত্রে অভিনয় করতে গিয়ে তার মাথায় চুল ফেলে দিতে হয় তাকে। 

নিরব বলেন, আগামী শুক্রবার থেকেচলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে বাংলাদেশের প্রেক্ষাগৃহে। এতে নিজের চরিত্রটির জন্য আমাকে যথেষ্ট প্রস্তুতি নিতে হয়েছে। মাথার চুল ছেঁটে ফেলতে হয়েছে। পোশাকেও পরিবর্তন আনতে হয়েছে। এই নিরবকে দর্শক আগে কখনই দেখেনি।

তিনি বলেন, সিনেমার প্রায় পুরোটাই ঢাকার বাইরে শুটিং। যার বেশিরভাগই বান্দরবানের গহীন জঙ্গলে। রাত-দিন জঙ্গলেই ঘুমিয়েছি-শুটিং করেছি। গল্প ও লোকেশন বৈচিত্র্যের কারণে দর্শক সিনেমাটি দেখে আরাম পাবে।

‘অমানুষ’ চলচ্চিত্রটিতে নিরব-মিথিলা ছাড়া আরও অভিনয় করছেন রাশেদ মামুন অপু, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, শাহেদ আলী সুজন, নওশাবা, আনন্দ খালেদ প্রমুখ।

বঙ্গবাণীডটকম/এমএস

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত