ঢাকা, ০৬ নভেম্বর, ২০২৫ | কার্তিক ২১ ১৪৩২
ঢাকা, ০৬ নভেম্বর, ২০২৫       
Shruhid Tea

রাব্বিকিনের কথায় বাবু-তারান্নুমের ‘মন করিলা চুরি’ (ভিডিও)

বিনোদন প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ১২:৩৫, ২০ নভেম্বর ২০২১

রাব্বিকিনের কথায় বাবু-তারান্নুমের ‘মন করিলা চুরি’ (ভিডিও)

ফয়সাল রাব্বিকিন, ফজলুর রহমান বাবু ও তারান্নুম আফরীন

আবারো দ্বৈত গানে কন্ঠ দিলেন প্রবাসী কন্ঠশিল্পী ও বিজ্ঞানী তারান্নুম আফরীন। এতে তার সঙ্গে কন্ঠ দিয়েছেন জনপ্রিয় কন্ঠশিল্পী ও অভিনেতা ফজলুর রহমান বাবু। ‘মন করিলা চুরি’ শীর্ষক গানটি লিখেছেন ফয়সাল রাব্বিকিন। এর সুর ও সংগীতায়োজন করেছেন রেজোয়ান শেখ। 

সম্প্রতি শিল্পী তারান্নুম আফরীনের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গানটি ভিডিওসহ প্রকাশ হয়েছে। গানটির ভিডিও পরিচালনা করেছেন সৌমিত্র ঘোষ ইমন। আর এতে মডেল হয়েছেন ফয়েজ ও তন্নী। গানটি প্রকাশের পর পরই বেশ ভালো সাড়া মিলছে বলে জানান শিল্পীরা। 

ফজলুর রহমান বাবু বলেন, সুন্দর কথা-সুরের একটি গান। গাইতে বেশ ভালো লেগেছে। তারান্নুম আফরীন বলেন, গানটি প্রকাশের পর থেকে অনেক প্রশংসা পেয়েছি। ইউটিউবের কমেন্টে বক্সেও ইতিবাচক মন্তব্য পেয়েছি। মানুষের এই ভালোবাসায় আমি মুগ্ধ। এটাই আসলে শিল্পী জীবনের বড় পাওয়া।

ভিডিও দেখুন এখানে

বঙ্গবাণীডটকম/এমএস

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত