ঢাকা, ১৭ মে, ২০২৪ | জ্যৈষ্ঠ ৩ ১৪৩১
ঢাকা, ১৭ মে, ২০২৪       
Shruhid Tea

যথাযোগ্য মর্যাদায় সালথায় বিজয় দিবস উদযাপন

সালথা (ফরিদপুর) সংবাদদাতা বঙ্গবাণী

প্রকাশিত: ২০:২৫, ১৬ ডিসেম্বর ২০২০

যথাযোগ্য মর্যাদায় সালথায় বিজয় দিবস উদযাপন

ছবি- বঙ্গবাণী

নানা কর্মসুচির মধ্যে দিয়ে ফরিদপুরের সালথায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। বিজয়ের ৪৯ বছর পূর্তিতে দিবসের প্রথম প্রহর ভোর সাড়ে ৭টায় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে দিবসের কর্মসুচি শুরু হয়।

পরে উপজেলা চত্বরে অবস্থিত শহীদ মিনারে ও বঙ্গবন্ধুর ম্যূড়ালে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর পক্ষে পুস্পস্তবক অর্পন করা হয়। তারপর একে একে পুস্পস্তবক অর্পন করেন উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, প্রেসক্লাব, সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাস্কৃতিক সংগঠন। এরপর উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। 

দিবসটি উপলক্ষে সকাল ১০ উপজেলা পরিষদের সামনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ হাসিব সরকারের সভাপতিত্বে এক আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মারুফা সুলতানা খান হীরামনি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন, সাধারন সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রূপা বেগম, সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ আলী জিন্নাহ প্রমূখ।

বঙ্গবাণী/এমএস

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত