ঢাকা, ০৬ নভেম্বর, ২০২৫ | কার্তিক ২২ ১৪৩২
ঢাকা, ০৬ নভেম্বর, ২০২৫       
Shruhid Tea

মাংস ফ্রিজে না রেখে হত-দরিদ্রদের মাঝে বিতরণ করুন : শাকিব খান

বিনোদন প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ১৭:৪৯, ১৯ জুলাই ২০২১

মাংস ফ্রিজে না রেখে হত-দরিদ্রদের মাঝে বিতরণ করুন : শাকিব খান

করোনা মহামারীতে স্থবির হয়ে পরেছে জনজীবন। স্বাস্থ্য বিভাগের বিভিন্ন প্রচেষ্টাতেও নতুন সংক্রমণ রোধ করা কষ্টসাধ্য হয়ে উঠেছে। যে কারণেই লকডাউন বা কঠোর বিধি-নিষেধের মত কঠিন কর্মসূচী দিতে বাধ্য হচ্ছে সরকার। পবিত্র কোরবানির ঈদকে কেন্দ্র করে সকলের স্বাস্থ্য সচেতনতার বিষয়ে নিজের ফেসবুকে স্টাট্যাস দিয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। তিনি লিখেছেন... 

পৃথিবী আবার স্বাভাবিক অবস্থায় ফিরতে কতো দিন লাগবে সেটি এখনও অনিশ্চিত। সমস্ত পৃথিবীকে এখনও ভোগাচ্ছে করোনাভাইরাস। তবে বিশ্বের অন্যান্য দেশের মানুষ একটু বেশি সচেতন ছিল বিধায় তারা অনেকটা স্বাভাবিক জীবনযাপনের দেখা পেয়েছেন। 

কিন্তু অন্য দেশের তুলনায় বাংলাদেশে বর্তমানে আরও বেশি করোনায় আক্রান্ত ও মৃত্যুহার বেড়েছে। কোভিড-১৯ সংক্রমণ যেভাবে বাড়ছে; ভবিষ্যৎ বলছে, পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে যাচ্ছে! আসন্ন কোরবানির ঈদ হয়তো সবার মুখে সমান হাসি ফোটাবে না! কারণ একদিকে করোনার তান্ডব, অন্যদিকে সাধারণ মানুষের অর্থনৈতিক মন্দা ও দৈনতা। 

করোনা ঊর্ধ্বগতির মধ্যে ঈদে নাড়ি টানে অনেকেই শহর ছাড়ছেন। প্রশ্নটা নিজেকেই করুন, আপনার পরিবার ও স্বজনদের বিপদে ফেললেন না তো? এবার ঈদে অনেকের রুটি-রুজির নিশ্চয়তা নেই। অনেকেই আছেন যারা কবে তৃপ্তি করে দুই মুঠো খেতে পেরেছেন বলতে পারেন না। এবারের কোরবানির ঈদটা না হয় তাদের কথা চিন্তা করেই হোক! 

সামর্থ্যবানরা মাসের পর মাস কোরবানির মাংস ফ্রিজে সংরক্ষণ না করে বিতরণ করুন হত-দরিদ্রদের মাঝে। এতে যেমন অসচ্ছলদের ক্ষুধা মিটবে, তেমনি হবে মানবতার কল্যাণ। আর এই আত্মত্যাগই তো কোরবানির আসল মাহাত্ম্য! 

সবার কাছে অনুরোধ, সাবধানতা মেনে ঈদ উদযাপন করুন। নিজে সুস্থ থাকুন। সরকারি বিধিনিষেধ মেনে চলুন। নিজের পরিবার স্বজনের সুরক্ষার নিশ্চিত করুন।

বঙ্গবাণীডটকম/এমএস

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত