ঢাকা, ২৮ আগস্ট, ২০২৫ | ভাদ্র ১৩ ১৪৩২
ঢাকা, ২৮ আগস্ট, ২০২৫       
Shruhid Tea

মা হলেন শুভশ্রী, যে নাম রাখলেন ছেলের

বিনোদন ডেস্ক বঙ্গবাণী

প্রকাশিত: ১৭:২৯, ১২ সেপ্টেম্বর ২০২০

মা হলেন শুভশ্রী, যে নাম রাখলেন ছেলের

শুভশ্রী গঙ্গোপাধ্যায়

মহামরী করোনার মধ্যেই মা হলেন কোলকাতার দর্শকপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় আর বাবা রাজ চক্রবর্তী। শনিবার শুভশ্রীর কোলজুড়ে পুত্রসন্তান এসেছে। বেলা ১টা ৩৩ মিনিটে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে জন্ম হয়েছে নবজাতকের।

জানা যায়, রাজ-শুভশ্রীর সন্তানের ওজন হয়েছে ৩ কেজি। সন্তান জন্মের সুন্দর মুহূর্তে সাক্ষী ছিলেন রাজ চক্রবর্তী নিজেই। স্ত্রী ও সন্তান দুজনেই সুস্থ আছেন বলে জানিয়েছেন রাজ।

আজ (শনিবার) সকালেই অনুসারীদের শুভ সকাল জানিয়ে শুভশ্রীর সঙ্গে ছবি টুইট করেন রাজ। ধারণা করা হচ্ছে, হাসপাতালে যাওয়ার আগে ছবিটি তারা তুলেছিলেন।

উল্লেখ্য, চলতি বছরের ১১ মে ছিল এই দম্পতির বিবাহবার্ষিকী। সেদিনই তারা জানান, তাদের ঘরে আসছে অতিথি। আজ দুপুরে নবজাতক হওয়ার খবর পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন রাজ-শুভশ্রী দম্পতি। শুভশ্রী ছেলের নাম রাখা হয়েছে যুবান চক্রবর্তী। 

বঙ্গবাণী/এমএস

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত