ঢাকা, ২৮ এপ্রিল, ২০২৪ | বৈশাখ ১৫ ১৪৩১
ঢাকা, ২৮ এপ্রিল, ২০২৪       
banner

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ

বৃষ্টিতে বন্ধ বাংলাদেশ-আয়ারল্যান্ড লড়াই

বঙ্গবাণী

প্রকাশিত: ১৬:৩০, ২৭ মার্চ ২০২৩

বৃষ্টিতে বন্ধ বাংলাদেশ-আয়ারল্যান্ড লড়াই

ছবি-সংগৃহীত

টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন আয়ারল্যান্ড অধিনায়ক পল স্টার্লিং। বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে নেমে সাগরিকায় ঝড় তোলেন লিটন দাস ও রনি তালুকদার। তাদের সঙ্গে সাকিবের ফিনিশিংয়ে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০তে আয়ারল্যান্ডের বিপক্ষে রানের পাহাড় গড়েছে বাংলাদেশ। 

তবে ইনিংস শেষের আগেই হানা দিয়েছে বেরসিক বৃষ্টি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বৃষ্টিতে ম্যাচ থামার আগে ১৯.২ ওভারে পাঁচ উইকেটে ২০৭ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

পাওয়ার প্লে-তে কোনো উইকেট না হারিয়ে ৮১ রান যোগ করেন লিটন ও রনি। যা দেশের টি-২০ ইতিহাসে পাওয়ার প্লে-তে সর্বোচ্চ রানের রেকর্ড। দুজনের এই জুটি ভাঙে অষ্টম ওভারে।

ক্রেইং ইয়ংকে উড়িয়ে মারতে গিয়ে ব্যক্তিগত ৪৭ রানে স্টার্লিংয়ের তালুবন্দী হন লিটন। এর মাধ্যমে ভাঙে রনির সঙ্গে তার ৯১ রানের জুটি। তিনে নেমে শান্ত এদিন ১৪ রানের বেশি করতে পারেননি।

অন্যপ্রান্তে আপন গতিতে খেলতে থাকা রনি ২৪ বলে ফিফটি পূরণ করেন। তৃতীয় উইকেট হিসেবে সাজঘরে ফেরার আগে ক্যারিয়ারসেরা ৬৭ রানের ইনিংস খেলেন তিনি। এরপর শামীম পাটোয়ারি ২০ বলে করেন ৩০ রান।

তৌহিদ হৃদয় ৮ বলে ১৩ রান করেন। এদিকে একপ্রান্ত আগলে রেখে ১৩ বলে ২০ রানে অপরাজিত ছিলেন সাকিব আল হাসান। শেষ ওভারের দুই বল হতেই মাঠে নামে বৃষ্টি। ফলে খেলা বন্ধ করতে বাধ্য হন আম্পায়াররা।

বঙ্গবাণীডটকম/এমএস

খেলা বিভাগের সর্বাধিক পঠিত