ঢাকা, ০৩ মে, ২০২৪ | বৈশাখ ২০ ১৪৩১
ঢাকা, ০৩ মে, ২০২৪       
banner

বিধিনিষেধ উপেক্ষা করে ঢাকায় যাত্রা কালে বাস আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি বঙ্গবাণী

প্রকাশিত: ১২:০৬, ২৮ জুলাই ২০২১

বিধিনিষেধ উপেক্ষা করে ঢাকায় যাত্রা কালে বাস আটক

ছবি-সংগৃহীত

মহামারী করোনা প্রতিরোধে সরকারের কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে যাত্রী পরিবহনের দায়ে জাকির ট্রাভেলস নামে একটি নৈশকোচ আটক করেছে সৈয়দপুর ট্রাফিক পুলিশ। মঙ্গলবার রাতে সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বাসটি আটক করা হয়।

সৈয়দপুর ট্রাফিক পুলিশ বিভাগের সার্জেন্ট আশরাফ কোরাইশি জানান, সারাদেশে চলমান কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে ঠাকুরগাঁও থেকে ৪৫ জন যাত্রী নিয়ে জাকির ট্রাভেলস নামে নৈশকোচটি ঢাকা যাচ্ছিল। রাত পৌনে ১০টার দিকে সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে ট্রাফিক বিভাগের চেকপোস্টে পৌঁছালে কোচটি আটক করা হয়।

তিনি জানান, কোচটিতে ঢাকাগামী ১২ জন নারীসহ ৪৫ জন যাত্রী ছিল। আটক বাসটি সৈয়দপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং সড়ক পরিবহন আইনে মামলার প্রস্তুতি চলছে।  

বঙ্গবাণীডটকম/এমএস

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত