ঢাকা, ০৮ মে, ২০২৪ | বৈশাখ ২৪ ১৪৩১
ঢাকা, ০৮ মে, ২০২৪       
banner

বজ্রপাতে পৃথক স্থানে চারজনের মৃত্যু

শেরপুর প্রতিনিধি বঙ্গবাণী

প্রকাশিত: ০৮:৪২, ১২ আগস্ট ২০২১

বজ্রপাতে পৃথক স্থানে চারজনের মৃত্যু

বজ্রপাতে মৃত্যুর ঘটনায় স্বজনদের আহাজারি। ছবি-সংগৃহীত

মুষলধারে বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনায় দুই কিশোরসহ চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরো চারজন। বুধবার শেরপুর জেলার পৃথক স্থানে বজ্রপাতে এসব হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানায়, বিকেলে শ্রীবরদী উপজেলার গোসাইপুর গ্রামে আরমান নামে এক কিশোর বৃষ্টির মধ্যে সড়কে হেঁটে যাওয়ার সময় বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় ওই কিশোর ঘটনাস্থলেই মারা যান। আরমান তার নানা আলমাসের বাড়িতে বেড়াতে এসেছিল। তার বাড়ি পার্শ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার পাইকুড়া গ্রামে। সে ওই গ্রামের আব্দুল হামিদের ছেলে। 

এছাড়া সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামে আমন ধান ক্ষেতে চারা রোপণ করছিলেন কয়েকজন কৃষক। এ সময় হঠাৎ বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়। এ ঘটনায় স্থানীয় আব্দুল খালেকের ছেলে মোস্তফা মিয়া ঘটনাস্থলেই মারা যান। আহত হন জোসনা আলীর ছেলে আবু সাঈদ ও ফজু মিয়ার ছেলে বদু মিয়া। এরমধ্যে বদু মিয়াকে সদর ও আবু সাঈদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে দুপুরে নকলা উপজেলার শহরতলী গ্রাম লাভায় আমন ধান ক্ষেতে কাজ করার সময় ওই গ্রামের বদিউজ্জামানের ছেলে কৃষক আজিজুল হক ও আব্দুস ছালামের ছেলে বাবু মিয়া বজ্রাঘাতে গুরুতর আহত হন। 

পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নকলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের চিকিৎসক আজিজুল হককে মৃত ঘোষণা করেন। আহত বাবু ওই হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন।

এছাড়া একই সময়ে ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইছামারি গ্রামে আব্দুর রাজ্জাকের ছেলে কিশোর রাসেল বজ্রপাতের ঘটনায় মারা যান।

বঙ্গবাণীডটকম/এমএস

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত