ঢাকা, ০৬ নভেম্বর, ২০২৫ | কার্তিক ২২ ১৪৩২
ঢাকা, ০৬ নভেম্বর, ২০২৫       
Shruhid Tea

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি হলেন আলমগীর

বিনোদন প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ১৭:৩৭, ২৭ জুন ২০২১

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি হলেন আলমগীর

চিত্রনায়ক আলমগীর। ছবি-সংগৃহীত

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দর্শকপ্রিয় নায়ক আলমগীর। শুক্রবার সংগঠনের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সভায় সর্বসম্মতিক্রমে গঠনতন্ত্রে ২৪ ও ২৬ ধারা মোতাবেক এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সংগঠনের সভাপতি ছিলেন বীর মুক্তিযোদ্ধা অভিনেত্রী সারাহ বেগম কবরী। তার মৃত্যুতে সভাপতির পদ শূন্য থাকায় সংগঠনের কার্যকরী সভাপতি চিত্রনায়ক আলমগীরকে সভাপতি এবং কণ্ঠশিল্পী রফিকুল আলমকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কার্যকরী সভাপতি নির্বাচিত মনোনীত করা হয়।

১৯৭৬ সালের ২৬ সেপ্টেম্বর বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট গঠিত হলে পূর্ণাঙ্গ কমিটির সিনিয়র সহ-সভাপতি ছিলেন চিত্রনায়ক আলমগীর। 

বঙ্গবাণীডটকম/এমএস

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত