ঢাকা, ০৬ নভেম্বর, ২০২৫ | কার্তিক ২২ ১৪৩২
ঢাকা, ০৬ নভেম্বর, ২০২৫       
Shruhid Tea

ফরিদপুরে টিসিবির ট্রাকে উপচে পড়া ভিড়

ফরিদপুর প্রতিনিধি বঙ্গবাণী

প্রকাশিত: ১৩:৩১, ১৯ আগস্ট ২০২১

ফরিদপুরে টিসিবির ট্রাকে উপচে পড়া ভিড়

ছবি- বঙ্গবাণী

ফরিদপুরে টিসিবির পণ্য কিনতে উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। শহরের জনতা ব্যাংকের মোড়ে টিসিবি পণ্যের ট্রাকের সামনে অসংখ্য মানুষেকে লাইনে দাড়িয়ে থাকতে দেখা যায়। অপেক্ষাকৃত কম দাম হবার কারণে সাধারণ মানুষ ঝুঁকছে এসব পণ্যের দিকে। খোঁজ নিয়ে দেখা গেছে শহরে আজ একটিমাত্র স্পটে একটা পিকআপে করে টিসিবির পণ্য বিক্রি চলছে।

এসব  মালামাল এর মধ্যে রয়েছে তেল ৪ কেজি চিনি ২ কেজি মুসুরির ডাল ২ কেজি। ক্রেতারা জানান  বাজার থেকে অপেক্ষাকৃত কম দামের কারণে তারা কষ্ট করে হলেও এ মালামাল গুলি কিনছেন।

এতে একটু কষ্ট হলেও এ পণ্যগুলো মানসম্পন্ন বলে অভিমত ব্যক্ত করেন লাইনে দাড়ানো ক্রেতারা। তারা আশা করেন সরকার আমাদের কথা ভেবে ভবিষ্যতে সরবারাহ আরও বাড়ালে বেশি পণ্য তারা সংগ্রহ করতে পারবে। এছাড়া আরো পরিবহন এবং বেশি সংখ্যক জায়গায় বিক্রির ব্যবস্থা থাকলে তাদের পণ্য কিনতে সহজ হবে। টিসিবির এ পণ্য গুলি বিক্রি হচ্ছে ৬২০ টাকায়। অথচ বাজারে মালগুলো বিক্রি হচ্ছে কমপক্ষে ৭৫০ থেকে ৭৯০ টাকার মধ্যেই।

বঙ্গবাণীডটকম/এমএস

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত