ঢাকা, ২৪ এপ্রিল, ২০২৪ | বৈশাখ ১১ ১৪৩১
ঢাকা, ২৪ এপ্রিল, ২০২৪       
banner

ফরিদপুরে একটি কুকুরের কামড়েই ৩৫ জন সহ আহত অন্তত ৬০

ফরিদপুর প্রতিনিধি বঙ্গবাণী

প্রকাশিত: ১৮:৩১, ১৮ মার্চ ২০২৩

ফরিদপুরে একটি কুকুরের কামড়েই ৩৫ জন সহ আহত অন্তত ৬০

প্রতীকী ছবি

একটি কুকুরের কামড়েই ৩৫ জন সহ ফরিদপুর শহর ও আশপাশের এলাকার বিভিন্ন স্থানে কুকুরের কামড়ে নারী, শিশু ও বৃদ্ধসহ অন্তত ৬০ জন আহত হয়েছেন। আহতদের অধিকাংশই ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।

গতকাল শুক্রবার দুপুর থেকে আজ শনিবার দুপুর পর্যন্ত ফরিদপুর পৌর এলাকা, সদর উপজেলার কানাইপুর, আলিয়াবাদ, কৈজুরী ইউনিয়নের বিভিন্ন গ্রামে কুকুরের কামড়ে তারা আহত হন।

আহতদের মধ্যে সদর উপজেলার কানাইপুরে একটি কুকুরের কামড়েই আহত হয় অন্তত ৩৫ জন। আহত অধিকাংশ রোগীকেই ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

ফরিদপুর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল থেকে শনিবার দুপুর পর্যন্ত কুকুরে কামড়ানো রোগীদের সামলাতে হিমশিম খায় নার্স ও ওয়ার্ড বয়রা। সময়ের সঙ্গে কুকুড়ে কামড়ানো রোগীদের সংখ্যা বাড়ছে। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ফরিদপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত নার্সিং অফিসার মোঃ আনসার আলী বলেন, ‘গতকাল শুক্রবার থেকে আজ শনিবার পর্যন্ত অন্তত ৬০ জন কুকুরে কামড়ানো রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে।’

বঙ্গবাণীডটকম/এমএস

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত