ঢাকা, ০৮ জুলাই, ২০২৫ | আষাঢ় ২৪ ১৪৩২
ঢাকা, ০৮ জুলাই, ২০২৫       
Shruhid Tea

ফরিদপুরে আগুনে পুড়ে ভস্মীভূত চারটি ঘর

মেহেদী সোহেল বঙ্গবাণী

প্রকাশিত: ১৮:১৩, ৩০ এপ্রিল ২০২৪

ফরিদপুরে আগুনে পুড়ে ভস্মীভূত চারটি ঘর

ছবি- বঙ্গবাণী

ফরিদপুরে আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে একটি পরিবারের ৪ টি ঘর। এ সময় ২টি গরু, ৪টি ছাগল ও বসত ঘরের বাক্সের মধ্যে রাখা ১ লক্ষ বিশ হাজার টাকাসহ যাবতীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। গতকাল (সোমবার) রাত সারে আটটার কিছুটা পরে ফরিদপুর পৌরসভার বর্ধিত ৩ নং ওয়ার্ড এর শ্যামসুন্দরপুর এলাকার মোঃ বিল্লাল মোল্লার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রান্না ঘরের চুলার ছাই থেকে প্রথমে রান্না ঘরে আগুন লাগে, তা মুহূর্তের মধ্যে বসত ঘর, গরুর ঘরসহ পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এলাকাবাসীর আপ্রাণ চেষ্টায় পাশের বাড়ির ঘরগুলো আগুন থেকে রক্ষা করা গেলেও বিল্লাল মোল্লার বাড়ির সবগুলো ঘর ও ঘরের মধ্যে থাকা দুইটি গরু, ৪ টি ছাগল ও নগদ ১ লক্ষ বিশ হাজার টাকা সহ যাবতীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আসতে আসতে বিল্লাল মোল্লার বাড়ির আর কিছুই অবশিষ্ট থাকে না।

প্রতিবেশী এলাকায় বাসিন্দা ও কৃষ্ণনগর ইউনিয়নের ১ নং ওয়ার্ড মেম্বার মোঃ আজিজুল রহমান বলেন, সোমবার রাতে রান্নাঘর থেকে লাগা আগুনে বিল্লাল মোল্লার বাড়ির সবগুলো ঘর ও ঘরের মধ্যে থাকা গরু, ছাগল ও নগদ টাকা সহ যাবতীয় আসবাবপত্র পুড়ে ভস্মীভূত হয়ে গেছে।  পরিবেশ প্রতিকূলে থাকায় এ বাড়ির কোন মালামাল ক্ষতির হাত থেকে রক্ষা করা সম্ভব হয়নি, তবে বিল্লাল মোল্লার প্রতিবেশী সাহাঙ্গীরের রান্না ঘর আগুনে ক্ষতিগ্রস্ত হলেও বসত ঘরগুলো রক্ষা করা সম্ভব হয়েছে।  

ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশন এর লিডার মোঃ সাইদুল ইসলাম বলেন, রাত ৮.৫০ এর দিকে ৯৯৯ নম্বরে ও একটি মোবাইল থেকে আমাদেরকে আগুনের খবর জানালে ১০ সদস্য ও দুটি গাড়ি নিয়ে আমরা ঘটনাস্থলে যাই। ততক্ষণে বিল্লাল মোল্লার বাড়ির সবকিছু পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। আমরা জলন্ত আগুন নিভিয়ে আশেপাশের বাড়িগুলোকে বিপদমুক্ত করি। ৫ লক্ষাধিক টাকার মালামাল ক্ষতির হাত থেকে রক্ষা করতে পেরেছি তবে আমরা যাবার আগেই বিল্লাল মোল্লার গরু, ছাগল, নগদ টাকা সহ প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। 

ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাসনিম বলেন, আগুনের খবর পেয়ে আমি সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার এর সঙ্গে যোগাযোগ করেছি। ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রকাশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তার ব্যাবস্থা গ্রহণ করেছি।#

বঙ্গবাণীডটকম/এমএস

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত