ঢাকা, ২৭ এপ্রিল, ২০২৪ | বৈশাখ ১৪ ১৪৩১
ঢাকা, ২৭ এপ্রিল, ২০২৪       
banner

প্রধানমন্ত্রীর উপহারে স্বপ্নের নীড় পেয়েছে চরভদ্রাসনের শত পরিবার

আরিফ হোসেন, চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি বঙ্গবাণী

প্রকাশিত: ০৮:৩১, ২৩ মার্চ ২০২৩

প্রধানমন্ত্রীর উপহারে স্বপ্নের নীড় পেয়েছে চরভদ্রাসনের শত পরিবার

ছবি- বঙ্গবাণী

ফরিদপুরের চরভদ্রাসনে একশত গৃহহীন পরিবার পেয়েছে প্রধানমন্ত্রীর উপহারে স্বপ্নের নীড়।  বুধবার (২২মার্চ) সারাদেশে আশ্রয়ন প্রকল্পের চতুর্থ ধাপের ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য জমি ও ঘর প্রদান কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই অংশ হিসেবে ঐ দিন চরভদ্রাসন উপজেলা পরিষদ কনফারেন্স রুমে একশত গৃহহীন পরিবারকে ঘরের মালিকানা সনদ প্রদান করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) বিপুল চন্দ্র দাস। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ কাউছার, উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা, ভাইস চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মোঃ খাইরুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা, ইউপি চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন দপ্তর প্রধান গন।

জানা যায় চতুর্থ পর্যায়ে এ প্রকল্পের অধীনে উপজেলার সদর ইউনিয়নের মাথাভাঙ্গা ৯০ টি ও গাজীরটেক ইউনিয়নের ছিটাডাঙ্গী ১০ টি ঘর সহ মোট একশত টি ঘর প্রদান করা হয়েছে। এর মধ্যে মাথাভাঙ্গা গ্রামে মনোরম পরিবেশে তৈরী হয়েছে উপহারের ৯০টি ঘর, পুকুর সহ চাষাবাদের জন্য উন্মুক্ত জায়গা ও চলাচলের জন্য রয়েছে প্রধান সড়কের সাথে সংযুক্ত ৩০ ফুট প্রশস্ত রাস্তা।

প্রধানমন্ত্রীর উপহার পেয়ে উপকার ভোগী মোঃ খলিলুর রহমান বলেন, ‘দীর্ঘ প্রায় দুই যুগেরও বেশি সময় এই উপজেলায় বাসা ভাড়া নিয়ে ছোট একটি লন্ড্রীর দোকান করে আসছিলেন তিনি। প্রতি মাসে বাসা ভাড়া পরিশোধ করে তার ছোট ব্যাবসা দিয়ে সংশার চালানো ছিল খুবই কস্টসাধ্য। প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে তিনি নিজেকে ভাগ্যবান মনে করছেন। এখন তাকে আর ভাড়া বাসায় থাকতে হবে না এই আনন্দে খুশিতে আত্বহারা তিনি।

গাজীরটেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইয়াকুব আলী বলেন চতুর্থ ধাপে গাজীরটেক ইউনিয়নের দশটি পরিবার ঘর পেয়েছে। এর মাধ্যমে তাদের স্থায়ী আবাসনের ব্যবস্থা হলো। আধুনিক সুবিধা সম্পন্ন এ ঘর পেয়ে তাদের এখন আর ছিন্নমূল থাকতে হবে না।

উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা বলেন চতুর্থ পর্যায় উপজেলার দুটি ইউনিয়নে ১শত ভূমিহীন, গৃহহীন, ছিন্নমূল, বিধাবা, প্রতিবন্ধী, অসহায় ও দূস্থদের প্রাধান্য দিয়ে তালিকা তৈরী করে তাদের হাতে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার তুলে দেওয়া হয়েছে। এ প্রকল্পের পাশেই রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানকার বসতিদের সকল প্রকার সুযোগ সুবিধার কথা চিন্তা করে অস্থায়ী বাজার ও বাচ্চাদের বিনোদনের জন্য পার্ক করে দেওয়া হবে বলেও জানান তিনি।

বঙ্গবাণীডটকম.এমএস

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত