ঢাকা, ৩০ আগস্ট, ২০২৫ | ভাদ্র ১৫ ১৪৩২
ঢাকা, ৩০ আগস্ট, ২০২৫       
Shruhid Tea

পুলিশ সুপারের বদান্যতায় খাবার পেলেন অভুক্তরা

ফরিদপুর প্রতিনিধি বঙ্গবাণী

প্রকাশিত: ১৯:০৩, ১৪ জুলাই ২০২১

পুলিশ সুপারের বদান্যতায় খাবার পেলেন অভুক্তরা

ছবি- বঙ্গবাণী

অবশেষে খাবার পেলেন অসহায় ৪ নারী ফিরোজা, জাহিদা, মঙ্গলি ও মনি। তাদের খাদ্যসাহায্য দিয়ে সহযোগিতা ফরিদপুর জেলা পুলিশ। তারা ধন্যবাদ দিলেন ফরিদপুর জেলা পুলিশের সকল সদস্য এবং পুলিশ সুপার আলিমুজ্জামান বিপিএম কে।

উল্লেখ্য গত মঙ্গলবার রাতে খাবারের অভাবে থাকা উক্ত চার অসহায় প্রেসক্লাবে এসে তাদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরেন। এসময় ক্লাবে উপস্থিত ছিলেন চ্যানেল আই এর জেলা প্রতিনিধি শাহাদাত হোসেন তিতু, ভোরের কাগজের শহর প্রতিনিধি বিভাস দাত্ত ও নাগরিক বার্তা র ক্রীড়া প্রতিবেদক মানিক কুমার দাস। 

এ সময় সাংবাদিকগন বিষয়টি গণমাধ্যমে প্রকাশ করণে তা জেলা পুলিশের নজরে আসে । এরপর পুলিশ সুপারের নির্দেশে রাতেই তাদের হাতে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয় বলে জানা গেছে।

উল্লেখ করা যেতে পারে ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে প্রতিদিনই অসহায় ও দুস্থ মানুষের মধ্যে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে।

বঙ্গবাণীডটকম/এমএস

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত