ঢাকা, ৩০ আগস্ট, ২০২৫ | ভাদ্র ১৪ ১৪৩২
ঢাকা, ৩০ আগস্ট, ২০২৫       
Shruhid Tea

পত্রিকায় নিউজ প্রকাশের পর ঠিক করা হলো সেই স্কুলের গেট

মেহেদী সোহেল বঙ্গবাণী

প্রকাশিত: ১৭:২৬, ১ মে ২০২৫

পত্রিকায় নিউজ প্রকাশের পর ঠিক করা হলো সেই স্কুলের গেট

ঈশান গোপালপুর ইউনিয়নের দুর্গাপুরে ১০৪ নং ওমেদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর গেট। ছবি- বঙ্গবাণী

‘নির্মাণের ৪ মাসেই ভেঙ্গেছে স্কুলের গেট, ঠিক হয়নি ৬ মাসেও’ শিরোনামে গত মঙ্গলবারে পত্রিকায় নিউজ প্রকাশের পর ঠিক করা হয়েছে সেই স্কুলের গেট। বিষয়টি ফোনে গতকাল রাতে জানিয়েছেন ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের দুর্গাপুরে ১০৪ নং ওমেদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মনোরোস সুলতানা।

তিনি বলেন, আপনি সেদিন (মঙ্গলবার) কথা বলে যাওয়ার পর বুধবারে ঠিকাদারের লোকেরা এসে বিদ্যালয়ের গেট ঠিক করে দিয়ে গেছেন।

আজ সকালে সরোজমিনে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ভেঙ্গে যাওয়া গেটের পাল্লা আগেরমত বাউন্ডারি দেয়ালের সঙ্গে রাখা নেই। পাল্লাটি গেটের সঙ্গে যুক্ত করা হয়েছে।

গেট ঠিক করা বিষয়ে স্থনীয় কয়েকজন স্বস্তি প্রকাশ করে বলেন। এই গেটটি এতদিন অরক্ষিত ছিলো, বঙ্গবাণী ডটকম অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশের কারণে কাল তা ঠিক করে দিয়েছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। #

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত