ঢাকা, ৩০ আগস্ট, ২০২৫ | ভাদ্র ১৫ ১৪৩২
ঢাকা, ৩০ আগস্ট, ২০২৫       
Shruhid Tea

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে সভা

ফরিদপুর প্রতিনিধি বঙ্গবাণী

প্রকাশিত: ২০:০০, ১৬ মে ২০২৪

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে সভা

ছবি-সংগৃহীত

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে ফরিদপুর জেলা টাস্কফোর্স ও ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির যৌথ উদ্যোগে উক্ত সভা অনুষ্ঠিত হয়েছে‌। আজ (বৃহস্পতিবার) বেলা সারে ১২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বে করেন ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার।  

এ সভায় উপস্থিত ছিলেন  অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সিদ্দিক আলী, ভোক্তা অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সোহেল শেখ, ফরিদপুর চেম্বার অব কমার্সের সভাপতি নজরুল ইসলাম, শিক্ষাবিদ অধ্যাপক মোঃ শাজাহান সহ অন্যান্যরা। 

সভায় চলমান ঊর্ধ্বমুখী নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যসহ অন্যান্য বাজার নিয়ন্ত্রণে কঠোর ভাবে কাজ করার গুরুত্ব আরোপ হয়। একই সাথে ব্যবসায়ীরা যাতে সিন্ডিকেট করে বাজার পরিস্থিতি অস্থিতিশীল করতে না পারে সে লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানানো হয়।

বঙ্গবাণীডটকম/এমএস

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত