ঢাকা, ১৭ এপ্রিল, ২০২৪ | বৈশাখ ৩ ১৪৩১
ঢাকা, ১৭ এপ্রিল, ২০২৪       
banner

‘নায়করাজের অবদান প্রজন্ম থেকে প্রজন্ম স্মরণ করবে’

বিনোদন প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ১৩:০৭, ২১ আগস্ট ২০২১

‘নায়করাজের অবদান প্রজন্ম থেকে প্রজন্ম স্মরণ করবে’

ছবি-সংগৃহীত

আজ বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাকের চতুর্থ মৃত্যুবার্ষিকী। দিনটিতে শ্রদ্ধাভরে তাকে স্মরণ করে নিজের ফেসবুকে ছবি সহ একটি স্ট্যাটাস দিয়েছেন তার পরিচালনায় একটি চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পাওয়া এই সময়ের জনপ্রিয় চিত্রনায়ক নিরব। 

স্ট্যাটাসে নিরব লিখেছেন, ‘নায়করাজ রাজ্জাক সাহেব তার বর্ণিল ক্যারিয়ারে কিছু চলচ্চিত্র পরিচালনা করেছিলেন। তার পরিচালনায় মন দিয়েছি তোমাকে চলচ্চিত্রে আমার কাজের সৌভাগ্য হয়েছিল। ছোট্ট ক্যারিয়ারে এটি একটি অর্জন বলে মনে করি। চতুর্থ মৃত্যুবার্ষিকীতে মহান অভিনেতা নায়করাজ রাজ্জাক সাহেবকে শ্রদ্ধাভরে স্মরণ করি।’

বাংলা সংস্কৃতি ও চলচ্চিত্রে তার অবদানের কথা উল্লেখ নিরব বলেন, ‘একজন সংস্কৃতিকর্মী হিসেবে দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলা চলচ্চিত্রের দর্শকপ্রিয়তা অর্জনে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। বাঙালি সংস্কৃতি চলচ্চিত্রের মাধ্যমে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে তার অবদান প্রজন্ম থেকে প্রজন্ম স্মরণ করবে।’

গত শতাব্দীর পঞ্চাশের দশক থেকে যাদের হাত ধরে বাংলাদেশের চলচ্চিত্র দাঁড়ানোর চেষ্টা করছিল, তাদের মধ্যে উজ্জ্বলতম এক নাম রাজ্জাক। নায়করাজ রাজ্জাক প্রায় তিনশটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। দীর্ঘ অভিনয়জীবনের জয় করেছিলেন এ দেশের চলচ্চিত্রপ্রেমী মানুষের হৃদয়।

২০১৫ সালে বাংলাদেশ সরকার সংস্কৃতিতে বিশেষ ভূমিকা রাখার জন্য তাকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে। ১৯৭৬, ১৯৭৮, ১৯৮২, ১৯৮৪ ও ১৯৮৮ সালে তিনি মোট পাঁচবার শ্রেষ্ঠ অভিনেতার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ২০১৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তাকে আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।

বঙ্গবাণীডটকম/এমএস

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত