ঢাকা, ০৭ নভেম্বর, ২০২৫ | কার্তিক ২২ ১৪৩২
ঢাকা, ০৭ নভেম্বর, ২০২৫       
Shruhid Tea

নায়ক নিরবের মা মারা গেছেন

বিনোদন প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ১৮:৩২, ২৪ ডিসেম্বর ২০২০

নায়ক নিরবের মা মারা গেছেন

নায়ক নিরবের সঙ্গে তার মা নূরজাহান আলম

দর্শকপ্রিয় নায়ক নিরব হোসাইনের মা নূরজাহান আলম মারা গেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। আজ (২৪ ডিসেম্বর) সকাল ৭টা ৪৫ মিনিটে রাজধানীর পান্থপথে বিআরবি হাসপাতালের তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর।

জানা যায়, নূরজাহান আলম কিডনি ও হৃদরোগে ভুগছিলেন। তার দুটো কিডনিই অকেজো ছিল। তাই নিয়মিত ডায়ালাইসিস নিতে হতো। তবে তার মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

নিরবের বন্ধু ও চিত্রপরিচালক সাইফ চন্দন বলেন, ‘আজকে আন্টির ডায়ালাইসিস করার তারিখ ছিল। তবে রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তিনি পূর্ব কাফরুলের বাসায় ছিলেন।’

বঙ্গবাণী/এমএস

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত