ঢাকা, ১৭ মে, ২০২৪ | জ্যৈষ্ঠ ৩ ১৪৩১
ঢাকা, ১৭ মে, ২০২৪       
Shruhid Tea

নার্স দ্বারা প্রসূতির ডেলিভারি, কাটল নবজাতকের কপাল

ফরিদপুর প্রতিনিধি বঙ্গবাণী

প্রকাশিত: ১৮:২৮, ১৫ জানুয়ারি ২০২২

নার্স দ্বারা প্রসূতির ডেলিভারি, কাটল নবজাতকের কপাল

ছবি-সংগৃহীত

অপ্রশিক্ষণ প্রাপ্ত নার্স দ্বারা প্রসূতি রোগীকে ডেলিভারি করার সময় নবজাতকের কপাল কেটে ফেলার ঘটনা ঘটেছে। ফরিদপুর শহরের আল-মদিনা প্রাইভেট লিমিটেড হাসপাতালে আজ শনিবার সকাল ৮ টায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, ফরিদপুর শহরস্থ পশ্চিম খাবাসপুরের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এর সামনে আল - মদিনা প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড এ রোগী আসেন। এসময় হাসপাতাল কর্তৃপক্ষ কোন ডাক্তারের পরামর্শ ছাড়াই অপ্রশিক্ষণ প্রাপ্ত সার্টিফিকেট বিহীন নার্স চায়না খানম কর্তৃক উক্ত বাচ্চার ডেলিভারি করান। এসময় বাচ্চার মাথার কপাল কেটে ফেলে মাথায় ৯ টি সেলাই করা হয়। 

বিষয়ে উক্ত  প্রতিষ্ঠানের কর্তব্যরত চিকিৎসক নুসরাত জাহান জানান, রোগির বিষয়ে তাকে কিছুই জানানো হয়নি এবং তিনি এ হাসপাতালে ডেলিভারি করেন না। দিনে তিনবার রোগীদের পরিদর্শন করেন।

ঘটনাস্থলে ফরিদপুর সিভিল সার্জন ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান,ফরিদপুর সদর  উপজেলা নির্বাহি অফিসার  মোঃ মাসুদ আলম,সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার  পরিদর্শন করে উক্ত প্রতিষ্ঠানের পরিচালক সহ ০২ জনকে  আটক করেন । আটককৃতরা হলো ১। মোঃ জাকারিয়া মোল্লা পলাশ(৫০) পিতা- মৃত আতিয়ার রহমান মোল্লা সাং কোমরপুর কোতোয়ালী ফরিদপুর, ২। চায়না রহমান (৪৫) স্বামী -মোঃ মামুন সাং ধূলদি কতোয়ালী ফরিদপুর। এ ব্যাপারে কতোয়ালী থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বঙ্গবাণীডটকম/এমএস

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত