ঢাকা, ০৭ নভেম্বর, ২০২৫ | কার্তিক ২২ ১৪৩২
ঢাকা, ০৭ নভেম্বর, ২০২৫       
Shruhid Tea

নতুন চলচ্চিত্রে পরীমনি

বিনোদন প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ১৯:০৬, ১০ ডিসেম্বর ২০২০

নতুন চলচ্চিত্রে পরীমনি

পরীমনি

২০১৯ সালের সেরা চলচ্চিত্র হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছে নন্দিত অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদ পরিচালিত ‘ফাগুন হাওয়ায়’। সেই সফলতার পথে হাটতেই তিনি আবার নির্মাণ করতে যাচ্ছেন নতুন চলচ্চিত্র‘স্ফূলিঙ্গ’। চলচ্চিত্রটিতে অভিনয় করবেন ঢালিউড সুন্দরী পরীমনি। 

পরীমনির সঙ্গে ‘স্ফূলিঙ্গ’তে আরো জাকিয়া বারী মম ও শ্যামল মাওলাকে দেখা যাবে বলে জানিয়েছেন নির্মাতা তৌকীর আহমেদ।

জানা গেছে, ১১ ডিসেম্বর থেকে শুরু হবে তার সিনেমার শুটিং। বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক একটি ব্যান্ড দল ও তাদের সদস্যদের গল্পে নির্মিত হবে ‘স্ফূলিঙ্গ’। এখানে পরীমনিকে দেখা যাবে গায়িকা হিসেবে। তার বিপরীতে থাকবেন শ্যামল মাওলা।

জাকিয়া বারী মম এ সিনেমায় একটি নেতিবাচক চরিত্রে অভিনয় করবেন।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশন সিনেমাটি প্রযোজনা করছে। এখানে পরী-মম-শ্যামল ছাড়াও অভিনয় করবেন মামুনুর রশীদ, শহীদুল আলম সাচ্চু, ফজলুর রহমান বাবু, রওনক হাসান প্রমুখ। এতে সঙ্গীত পরিচালনা করবেন পিন্টু ঘোষ।

বঙ্গবাণী/এমএস

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত