ঢাকা, ২৫ এপ্রিল, ২০২৪ | বৈশাখ ১২ ১৪৩১
ঢাকা, ২৫ এপ্রিল, ২০২৪       
banner

দ্মাসেতুর উদ্বোধন উপলক্ষে এসএসসির রুটিন কিছুটা পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ১৯:৩৯, ১২ জুন ২০২২

দ্মাসেতুর উদ্বোধন উপলক্ষে এসএসসির রুটিন কিছুটা পরিবর্তন

ছবি-সংগৃহীত

বহুল প্রতিক্ষিত পদ্মাসেতুর উদ্বোধন উপলক্ষে ২৫ জুনের এসএসসি পরীক্ষা একদিন এগিয়ে ২৪ জুন অনুষ্ঠিত হবে। রোববার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

শিক্ষামন্ত্রী বলেন, বহুল কাঙ্ক্ষিত পদ্মাসেতু উদ্বোধনের দিন গোটা জাতি উৎসবে মাতবে। এজন্য ঐ দিনের পরীক্ষা একদিন এগিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে।

তিনি বলেন, পরীক্ষায় জালিয়াতি রোধ ও নিরাপত্তার স্বার্থে আগামী ১৫ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।

শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি ও সমমানের পরীক্ষা ১৯ জুন থেকে শুরু হবে। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে সব প্রস্তুতি নেয়া হচ্ছে।

এবারের রুটিন অনুযায়ী, এসএসসির সব পরীক্ষাই সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষা ১৯ জুন শুরু হয়ে শেষ হবে ৬ জুলাই।

বঙ্গবাণীডটকম/এমএস 

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত