ঢাকা, ১৭ মে, ২০২৪ | জ্যৈষ্ঠ ৩ ১৪৩১
ঢাকা, ১৭ মে, ২০২৪       
Shruhid Tea

দাম কমলে কৃষক ক্ষতিগ্রস্থ, বাড়লে ক্রেতারা নাখোস: কৃষিমন্ত্রী

ফরিদপুর প্রতিনিধি বঙ্গবাণী

প্রকাশিত: ১৭:১৬, ৭ এপ্রিল ২০২২

দাম কমলে কৃষক ক্ষতিগ্রস্থ, বাড়লে ক্রেতারা নাখোস: কৃষিমন্ত্রী

ফরিদপুরে পেঁয়াজ বীজ মাঠ পরিদর্শন করছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, কৃষি মন্ত্রনালয় সরকারের জন্য উভয় সংকট। দাম কমলে কৃষক ক্ষতিগ্রস্থ হয়, বাড়লে ক্রেতারা নাখোস হয়। এই কয়দিন আগে পিয়াজের আমদানী বন্ধ করা হলো, পিয়াজের দাম বাড়লো, আপনারা মিডিয়ারা যা শুরু করলেন, মনে হলো দেশ সাগরে চলে গেল, কি আর করা পিয়াজ আমদানী আবার খুলে দেয়া হলো, এখন পিয়াজের দাম অস্বাভাবিক কমে গেছে, কৃষক ক্ষতিগ্রস্থ হচ্ছে।

বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুরে সফল নারী কৃষি উদ্যোক্তা শাহীদা বেগমের পেঁয়াজ বীজ মাঠ পরিদর্শন কালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী এসময় আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আগামী কিছু দিনের মধ্যেই আমরা পেঁয়াজ ও পেঁয়াজ বীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবো। সে লক্ষে কৃষকের সাথে সারা দেশব্যাপী কাজ করছে কৃষি বিভাগ।

মন্ত্রী বলেন, পেঁয়াজ অত্যান্ত পচনশীল মসলা জাতীয় ফসল। তবে এর ব্যাপক চাহিদা থাকায় দেশব্যাপী কৃষক পেঁয়াজের আবাদ করে। সমস্যা দেখা দেয় সংরক্ষণ নিয়ে। আলুর মতো কোল্ডস্টরেজে এটি রাখা যায় না। এখনও পর্যন্ত পেঁয়াজ সংরক্ষণের লাগসই কোন প্রযুক্তি আমরা উদ্ভাবন করতে পারিনি। এ জন্য পেঁয়াজ চাষীদের সতর্ক হতে হবে। 

মাঠ পরিদর্শণ শেষে মন্ত্রী কৃষি উদ্যোক্তা শাহীদা বেগমের বাড়িতে পেঁয়াজ বীজ সংরক্ষণাগার ঘুরে দেখেন। এ সময় উপস্থিত ছিলেন, কৃষি মন্ত্রনালয়ের সচিব মো: সায়েদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো: বেনজির আলম, ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মো: আলীমুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. হজরত আলী, কৃষি উদ্যোক্তা শাহীদা বেগম, বঙ্গবন্ধু কৃষি পদক প্রাপ্ত কৃষক বক্তার হোসেন খান প্রমুখ।

এর পর মন্ত্রী ফরিদপুর মসলা গবেষণা উপকেন্দ্র পরিদর্শন করেন। সেখানে বারি-৪ আম গাছের চারা রোপন করেন। পরে কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল জাতের আদা, মরিচ, হলুদ, বারি-৫ পেঁয়াজের চারা কৃষকদের মাঝে বিতরণ করেন।

বঙ্গবাণীডটকম/এমএস

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত