ঢাকা, ২৮ আগস্ট, ২০২৫ | ভাদ্র ১৩ ১৪৩২
ঢাকা, ২৮ আগস্ট, ২০২৫       
Shruhid Tea

তৃতীয় বিয়েতে বাধা দেয়ায় তিনজনকে হত্যা

পটুয়াখালী প্রতিনিধি  বঙ্গবাণী

প্রকাশিত: ১৯:০৯, ১২ অক্টোবর ২০২০

তৃতীয় বিয়েতে বাধা দেয়ায় তিনজনকে হত্যা

তিনজনকে হত্যার ঘটনায় গ্রেফতার শহীদ মোল্লা

তিন বছর আগে পটুয়াখালীর গলাচিপার আমখোলা ইউপির ছৈলাবুনিয়া গ্রামে তিনজনকে হত্যার ঘটনায় শহীদ মোল্লা নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার ঢাকার সাভার থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপরই দীর্ঘদিন ধরে ‘ক্লুলেস’ থাকা হত্যাকাণ্ডগুলোর রহস্য উদঘাটন হয়েছে।

অভিযুক্ত শহীদ মোল্লা ছৈলাবুনিয়া গ্রামের ইদ্রিস মোল্লার ছেলে। তৃতীয় বিয়েতে বাধা দেয়ায় ক্ষোভে তিনজনকে হত্যা করা হয় বলে অভিযুক্ত পুলিশকে জানিয়েছে।

সোমবার দুপুরে পটুয়াখালীর এসপি মোহাম্মদ মইনুল হাসান জানান, ২০১৭ সালের ১ আগস্ট গভীর রাতে ছৈলাবুনিয়া গ্রামের মো. দেলোয়ার মোল্লা, তার স্ত্রী পারভীন বেগম ও পালিত কন্যা কাজলী আক্তার হত্যার শিকার হন। ঘটনার পরদিন সকালে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। তখন কাজলীর ব্যবহৃত ফোনটি খোয়া যায়।

তিনি আরো বলেন, এ ঘটনায় নিহত দেলোয়ার মোল্লার ভাই ইদ্রিস মোল্লা অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে গলাচিপা থানায় মামলা করেন। এছাড়া নিহতের বোন পিয়ারা বেগম ২২ জনের নাম উল্লেখ করে গলাচিপা আদালতে দুটি হত্যা মামলা দায়ের করেন। 

পুলিশ ঘটনার তদন্ত করে গত ৯ অক্টোবর ঢাকার বাউনিয়া বাঁধ এলাকার আবু রায়হানের কাছ থেকে কাজলীর খোয়া যাওয়া মোবাইলটি উদ্ধার করে। তখন জিজ্ঞাসাবাদে আবু রায়হান জানান, তার নিকটাত্মীয় শহীদ মোল্লা ২০১৭ সালের আগষ্ট মাসে তাকে ফোনটি দেন। এ বিষয়ে ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছেন তিনি। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে গত ১০ অক্টোবর সাভার থেকে শহীদকে গ্রেফতার করা হয়। শহীদ মোল্লা নিহত দেলোয়ার মোল্লার ভাতিজা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শহীদ জানান, তার দুইজন স্ত্রী ছিল। তবুও চাচার পালিত মেয়ে কাজলীকে বিয়ে করতে চেয়েছিলেন তিনি। কিন্তু চাচি এ বিয়েতে বাধা দেয়ায় শহীদের ক্ষোভ হয়। সেই ক্ষোভে তিনজনকে হত্যা করেন শহীদ। অভিযুক্ত শহীদকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

বঙ্গবাণী/এমএস

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত