ঢাকা, ০৬ নভেম্বর, ২০২৫ | কার্তিক ২২ ১৪৩২
ঢাকা, ০৬ নভেম্বর, ২০২৫       
Shruhid Tea

টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন মাহমুদউল্লাহ রিয়াদ

খেলা ডেস্ক বঙ্গবাণী

প্রকাশিত: ১৭:৫২, ১১ জুলাই ২০২১

টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন মাহমুদউল্লাহ রিয়াদ

মাহমুদউল্লাহ রিয়াদ

টেস্ট ক্রিকেটকে বিদায় বলছেন জাতীয় দলের অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। টেলিভিশন সম্প্রচারের সময় তার অবসরের কথা নিশ্চিত করেছেন ধারাভাষ্যকাররা।

জানা গেছে, হারারে টেস্টের পঞ্চম দিন মাঠে নামার আগে রিয়াদকে গার্ড অফ অনার দিয়েছেন তার সতীর্থরা। এর আগে ১৬ মাস পর সাদা পোশাকে খেলতে নেমেই দেড়শ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়েছেন তিনি। এরপরই নাকি ড্রেসিংরুমে সতীর্থদের কাছে অবসরের কথা জানিয়েছিলেন এই অলরাউন্ডার। 

হতাশা এবং ক্ষোভ থেকেই রিয়াদ এই সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। কারণ তাকে টেস্ট থেকে একপ্রকার বাতিল করে দিয়েছিল কোচ এবং টিম ম্যানেজম্যান্ট। 

গুঞ্জন থাকাবস্থায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন গণমাধ্যমের কাছে এ বিষয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেছিলেন, জিম্বাবুয়ে সফরে যাওয়ার আগে সব ক্রিকেটাররা লিখিত দিয়েছে যে তারা কে কোন ফরম্যাটে খেলবে।

তিনি আরো জানান, মাহমুদউল্লাহ নাকি তিন ফরম্যাটে খেলার লিখিত অঙ্গীকার করেছেন। এরপরও যদি রিয়াদ সত্যি এমন কিছু করতে চান, তার কাছে সেটা হবে বড় আশ্চর্যের ব্যাপার। 

বঙ্গবাণীডটকম/এমএস

খেলা বিভাগের সর্বাধিক পঠিত