ঢাকা, ২৯ এপ্রিল, ২০২৪ | বৈশাখ ১৬ ১৪৩১
ঢাকা, ২৯ এপ্রিল, ২০২৪       
banner

টি সিরিজে মডেল আনিশা মল্লিক, দুই বাংলায় কাজ করতে চান

বিনোদন প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ১৮:০২, ৪ অক্টোবর ২০২৩

টি সিরিজে মডেল আনিশা মল্লিক, দুই বাংলায় কাজ করতে চান

আনিশা মল্লিক। ছবি-সংগৃহীত

মুলত ওপার বাংলায় কাজ করেন আনিশা মল্লিক। পাশাপাশি বলিউডের সেরা প্লেব্যাক শিল্পী মোহাম্মদ ইরফানের নতুন বাংলা গান ‘এভাবে তুই’-এর মডেল হয়ে আলোচনায় আসেন। আনিশা মল্লিক এতটা বছর শুধু মডেলিং-এর পেছনেই ছিলেন।

তিনি কলকাতার এলিমেন্ট ফ্যাশন, অশোক শাড়ি, সিটি গার্ল, ইরেক ইন্ডিয়া, উৎসব শাড়ি, ডায়মন্ডসহ বেশ কিছু জনপ্রিয় ব্র্যান্ডের ফটোশুটে মডেল হয়ে আলোচনায় এসছেন। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে মাস্টার্স করা এই তারকা এখন নিয়মিত কাজ করছেন ওয়েব সিরিজেও। এবার বাংলাদেশে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন আনিশা।

আনিশা মল্লিক বলেন, ‘কলকাতার অনেক ছেলে মেয়ে তো এখন বাংলাদেশে গিয়ে কাজ করছেন। কিছুদিন আগে ‘প্রিয়তমা’ সিনেমাতেও একজন কাজ করেছেন। আমি যদি বাংলাদেশ থেকে ভালো কাজের প্রস্তাব পাই তাহলে অবশ্যই সিনেমা ও মডেলিংয়ে কাজ করব। তাছাড়া আমি যেহেতু বাঙ্গালী, তাই দুই বাংলায় কাজ করার সুযোগ রয়েছে। দুই বাংলায় ছোঁয়ার কারণে আমার কাজ করা আগ্রহ বেশি।

এদিকে গত ২৪ সেপ্টেম্বর ‘টি সিরিজে’র ব্যানারে প্রকাশ হয়েছে ইরফানের নতুন বাংলা গান ‘এভাবে তুই’। ক্ল্যাসিকাল ঘরানার রোমান্টিক এ গানের ভিডিওটি নির্মাণ করেছেন নীল। যথারীতি পূর্বের ইরফানের গানগুলোর মতো এটিও দর্শক-শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছে। তবে গানটির দর্শক বাড়ার আরও একটি কারণ হলো মডেল আনিশা মল্লিক। গানে তার দুর্দান্ত উপস্থাপনা বিশেষ করে কালো আর সাদা পোশাকে সৈকতে যে ঝলক দিয়েছেন তা শ্রোতাদের মন কেড়েছে। তারপরই শো স্টপিং রেড চিলিরঙা সিকুইনের একটা শাড়িতে দেখা দেন তিনি। এরপর থেকে এই গানের আলোচনার একটা বড় কারণ হয়ে ওঠেন এই তারকা।

আনিশা মল্লিক বলেন, ‘এই মিউজিক ভিডিওর শুটিং হয়েছে দীঘাতে (পশ্চিমবঙ্গের সমুদ্র সৈকত)। রোদের মধ্যে শুটিং করতে হয়েছে। রোদে বালির মধ্যে এলার্জি হয়ে যায় মুখে। চোখের পাশে ছাড়া মেকআপ করতে পারিনি। কিন্তু পুরো টিম প্রচণ্ড কো-অপারেটিভ ছিল তাই কাজটি যত্ন নিয়ে করতে পেরেছি।’

তিনি বলেন, ‘টি সিরিজের মিউজিক ভিডিওর জন্য গত বছর ডিসেম্বরে আমার সঙ্গে প্রথম যোগাযোগ করা হয়েছিল। শুটিং হয় চলতি বছরের জুনে। আমি ‘এক ভিলেন’ সিনেমার ‘বানজারা’ গানটি শোনার পর থেকেই মোহাম্মদ ইরফানের ভক্ত। ওনার মতো একজন শিল্পীর গানে মডেল হিসাবে কাজ করতে পারাটা আমার ক্যারিয়ারে একটা টানিং পয়েন্ট বলা যেতে পারে।’

শোবিজে আনিশা মল্লিকের যাত্রাটা শুরু হয়েছিল ক্লাস সেভেনে পড়ার সময়। ‘বধু বরণ’ সিরিয়ালে কাজ করেছিলেন তখন। 

এ প্রসঙ্গে আনিশা মল্লিক বলেন, ‘ওই সিরিয়ালে ছোট্ট একটি চরিত্র দিয়ে আমার শোবিজ ক্যারিয়ার শুরু। তবে প্রথমে ভাবি নাই অমি মডেলিং করবো। অনেকেই আমাকে মডেল হওয়ার জন্য বলতো, আমি এক সময় খেয়াল করলাম-মডেলরা মডেলিংয়ে সময় যে হিল পড়তো- সেট আমাকে খুব আকর্ষণ করতো। তারপর পরিবার ও সবার আগ্রহে নিয়মিত ফ্যাশন, মডেলিংয়ে কাজ শুরু করি।’

বঙ্গবাণীডটকম/এমএস

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত