ঢাকা, ০৫ নভেম্বর, ২০২৫ | কার্তিক ২১ ১৪৩২
ঢাকা, ০৫ নভেম্বর, ২০২৫       
Shruhid Tea

জিয়াউদ্দিন আলমের নাটকে সালমান-চমক

বিনোদন প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ১১:১৫, ১০ ফেব্রুয়ারি ২০২২

জিয়াউদ্দিন আলমের নাটকে সালমান-চমক

জিয়াউদ্দিন আলম-সালমান মুক্তাদির-রোকেয়া জাহান চমক। ছবি-সংগৃহীত

আসছে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে জিয়াউদ্দিন আলম নির্মাণ করেছেন নাটক ‘চিরকুট’। এতে অভিনয় করেছেন জনপ্রিয় মডেল ও অভিনেতা সালমান মুক্তাদির, রোকেয়া জাহান চমক। জুয়েল হাসান  চিত্রগ্রহনে নাটকটিতে নাটকের কাহিনী লিখেছেন বিদ্যুৎ রায়। 

চিরকুট নাটকের টাইটেল গানটি গেয়েছেন কাওসার খান ও প্রমা শেখ। লিখেছেন পরিচালক নিজেই। সুর ও সঙ্গীত করেছেন কাওসার খান। 

সালমান-চমক ছাড়াও এতে আরো অভিনয় করেছেন সুস্মিতা সিনহা, হোসাইন সাঈদি ও শিখা খান ও মোইন খান । ‘চিরকুট’ প্রকাশ হবে ১২ ফেব্রুয়ারি  আরটিভির অফিসিয়াল ইউটিউ চ্যানেলে এছাড়া রাত ৮টায় আরটিভিতে প্রচার হবে নাটকটি।

বঙ্গবাণীডটকম/এমএস 

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত