ঢাকা, ০৬ নভেম্বর, ২০২৫ | কার্তিক ২২ ১৪৩২
ঢাকা, ০৬ নভেম্বর, ২০২৫       
Shruhid Tea

চরভদ্রাসনে ৫৬ পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী চম্পা আটক

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি বঙ্গবাণী

প্রকাশিত: ১৯:৫৪, ২ আগস্ট ২০২১

চরভদ্রাসনে ৫৬ পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী চম্পা আটক

মাদক ব্যবসায়ী চম্পা বেগম

ফরিদপুরের চরভদ্রাসনে ৫৬ পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী চম্পা বেগম(৪১) কে আটক করেছে চরভদ্রাসন থানা পুলিশ। রবিবার সন্ধা ৬ টার দিকে গাজীরটেক ইউনিয়নের চর হাজিগঞ্জ বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।

চরভদ্রাসন থানার উপ-পরিদর্শক সৈয়দ আওলাদ হোসেন জানান হাজিগঞ্জ বাজারে মাদক বিক্রী হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে তার সংঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চম্মাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে ৫৬ পিচ ইয়াবা পাওয়া যায়। সোমবার বেলা ১১ দিকে চম্পাকে আদালতে পাঠানো হয়। চরভদ্রাসন থানায় তার বিরুদ্ধে তিনটি মাদক মামলা রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক হাজিগঞ্জ বাজারের কয়েকজন ব্যাবসায়ী জানান, চম্পা দীর্ঘদিন যাবত মাদক ব্যাবসার সাথে জড়িত। সন্ধা ঘনিয়ে আসলে হাজিগঞ্জ বাজারে অবস্থিত চম্পার বাড়ির সামনে ও আসে পাশের গলিতে মাদকাসক্তদের আনাগোনা বাড়ে। এর আগে কয়েকবার পুলিশের হাতে চম্পা আটক হলেও জামিনে ছাড়া পেয়ে আবার পুনরায় একই ব্যাবসা শুরু করে। চম্পার বিরুদ্ধে কেউ কথা বলতে গেলে তাদের অকথ্য ভাষায় গালাগালি করার পাশাপাশি দেখে নেওয়ার হুমকি দেয় বলেও জানান তারা।

বঙ্গবাণীডটকম/এমএস

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত