ঢাকা, ১৭ মে, ২০২৪ | জ্যৈষ্ঠ ৩ ১৪৩১
ঢাকা, ১৭ মে, ২০২৪       
Shruhid Tea

চরভদ্রাসনে ২০ হাজার শিশু পাবে হাম রুবেলার টিকা

ফরিদপুর (চরভদ্রাসন) প্রতিনিধি বঙ্গবাণী

প্রকাশিত: ১৮:০৩, ১০ ডিসেম্বর ২০২০

চরভদ্রাসনে ২০ হাজার শিশু পাবে হাম রুবেলার টিকা

ছবি- বঙ্গবাণী

ফরিদপুরের চরভদ্রাসনে আগামী ১২ ডিসেম্বর হতে শুরু হবে হাম রুবেলার টিকা ক্যাম্পেইন, চলবে ২৪ জানুয়ারী ২০২১ পর্যন্ত। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত অবহিত করন সভায় উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা হাফিজুর রহমান এ তথ্য জানান।

হাফিজুর রহমান জানান, ৬ সপ্তাহব্যপী এ কার্যক্রমে উপজেলার ০৯ মাস হতে ৫ বছর বয়সী ৮৯৭৬ জন এবং ০৫ হতে ১০ বছরের কম ১১০২৪ জন বয়সী মোট ২০ হাজার শিশুকে বিনামূল্যে এ টিকা প্রদান করা হবে। উপজেলার স্থায়ী ১টি,অস্থায়ী ২৮৮টি, দূর্গম ও ঝুকিপূর্ণ ১টি এবং ভ্রাম্যমান ১ টি মোট ২৯১ টি কেন্দ্রে ১৪ জন সুপারভাইজার, ভ্যাকসিনেটর ৩০ জন ও ১০৫ জন স্বেচ্ছাসেবী এ সেবা প্রদান করবেন।

এ সময় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ইমদাদুল হক তালুকদার,উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল মো. বাহাউদ্দীন,চরভদ্রাসন থানার উপ-পরিদর্শক মো. শিহাব প্রমূখ উপস্থিত ছিলেন।

বঙ্গবাণী/এমএস

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত