ঢাকা, ২৭ এপ্রিল, ২০২৪ | বৈশাখ ১৪ ১৪৩১
ঢাকা, ২৭ এপ্রিল, ২০২৪       
banner

চরভদ্রাসনে আন্টা প্রিমিয়ার লীগ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

চরভদ্রাসন(ফরিদপুর)প্রতিনিধি বঙ্গবাণী

প্রকাশিত: ১৩:১১, ২১ মার্চ ২০২৩

চরভদ্রাসনে আন্টা প্রিমিয়ার লীগ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

চরভদ্রাসনে আন্টা ক্রীড়া সংস্থার উদ্যোগে স্থাফাইনাল খেলা অনুষ্টিত

‘দুর দুরান্তে যেথায় থাকি ক্রিকেট কে আগলে রাখি’ এই প্রতি পাদ্যকে সামানে রেখে ফরিদপুরের চরভদ্রাসনে আন্টা প্রিমিয়ার লিগ ২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে। সোমবার বিকেল ৪ টায় চরভদ্রাসন সরকারি কলেজ মাঠে আন্টা ক্রীড়া সংস্থার উদ্যোগে স্থানীয় সুপার স্টার বনাম বসুন্ধারা সিটির মধ্যেকর ফাইনাল খেলাটি অনুষ্টিত হয়। 

চরভদ্রাসন সরকারি কলেজের সহকারী অধ্যাপক দীপঙ্কর দাস এর সভাপত্বিতে এ অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার তানজিলা কবির ত্রপা, বিশেষ অথিধি হিসেবে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাইরুল ইসলাম, চরভদ্রাসন উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হৃদয় প্রমুখ। 

খেলায়  বসুন্ধারা সিটিকে ১ রানে পরাজিত করে সুপার স্টার ক্লাব চ্যাম্পিয়ন হয়। ম্যান অব দ্যা ম্যাচ রাজু ও ম্যান অব দ্যা সিরিজ মেহেদী। টুর্নামেন্টের সার্বিক দায়িত্ব পালন করেন মিরাজুল ইসলাম মিরাজ এবং ধারাভাষ্যকার হিসেবে ছিলেন মোজাফফর হোসেন জাফর ও সাজ্জাদ হোসেন সাজু। 

ক্রীড়া সংস্থাটির পক্ষ হতে মানব সেবায় বিশেষ অবদান রাখার জন্য হাজী আব্দুর রহিম কল্যান ট্রাস্ট, ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য চরভদ্রাসন স্পোটিং ক্লাব, মৌলভীর চর স্পোর্টিং ক্লাব, চর সালেপুর স্পোর্টিং ক্লাবেক সম্মাননা স্মারক প্রদান করার পাশাপাশি চরভদ্রাসনের তরুন ফুটবলার বসুন্ধরা কিংস এর খেলোয়ার মুরসালিন ও  ৬৪ জোলায় ভ্রমন করায় হাসিবুল হাসান কে বিশেষ সম্মননা স্মারক প্রদান করা হয়৷ 

আন্টা ক্রীড়া সংস্থার কর্নধার প্রবাসি রাকিব হোসেন বলেন, যুব সমাজকে মাদক থেকে দুরে রাখার জন্য ২০১৬ সাল থেকে আন্টা প্রিমিয়ার লীগ শুরু করেছি। পড়া লেখার পাশাপাশি সবাই যাতে খেলাধুলা করে চরভদ্রাসনের সুনাম অক্ষুন্ন রাখতে পারে সেই লক্ষে আমি কাজ করে যাচ্ছি।

বঙ্গবাণীডটকম/এমএস

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত