ঢাকা, ২৪ এপ্রিল, ২০২৪ | বৈশাখ ১০ ১৪৩১
ঢাকা, ২৪ এপ্রিল, ২০২৪       
banner

চরভদ্রাসনে অগ্নিকান্ডে দুটি ঘড় পুড়ে ছাই

চরভদ্রাসন(ফরিদপুর)প্রতিনিধি বঙ্গবাণী

প্রকাশিত: ২০:২০, ৯ মে ২০২৩

চরভদ্রাসনে অগ্নিকান্ডে দুটি ঘড় পুড়ে ছাই

ছবি- বঙ্গবাণী

ফরিদপুরের চরভদ্রাসনে অগ্নিকান্ডে দুটি ঘড় পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯মে) বিকেল ৪টার দিকে উপজেলার সদর ইউনিয়নের হাজিডাঙ্গী গ্রামের বাসিন্দা হোসেন মন্ডল(৬৮) এর বাড়িতে এ ঘটনা ঘটে।

পরিবারের সদস্যদের জানান, চুলায় রান্না রেখে টিউবওয়েলে পানি আনতে গেলে এ আগুনের সুত্রপাত ঘটে। পরে তাদের আত্ম্যচিৎকারে গ্রামবাসিরা এগিয়ে আসে এবং ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। দ্রুত আগুন নিয়ন্ত্রনে আসায় আশেপাশের টিনের ঘর রক্ষা পেয়েছে বলে জানায় চরভদ্রাসন ফায়ার স্টোশন অফিসার মুর্তজা আহসান।

আগুনে দুটি ছোনের ঘড় রবিসষ্য, নিত্যপ্রয়োজনীয় ব্যবহারের মালামাল ও বৈদ্যুতিক সরমজ্জাদি সম্পুর্ন পুরে ছাই হয়ে যায়। এতে ঐ তাদের প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানায় পরিবারের সদস্যরা।

খবর পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কাউছার ঘটনাস্থলে যান এবং উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) লিটন ঢালী এর সাথে কথা বলে উপজেলার অপ্রত্যাশিত ফান্ড থেকে ক্ষতিগ্রস্থ পরিবারে তাতক্ষনিক ভাবে ৫ হাজার টাকা সহায়তা প্রদান করেন।

বঙ্গবাণীডটকম/এমএস

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত