ঢাকা, ১৭ মে, ২০২৪ | জ্যৈষ্ঠ ৩ ১৪৩১
ঢাকা, ১৭ মে, ২০২৪       
Shruhid Tea

খালেদা জিয়ার মুক্তি ও দ্রব্য মূল্য বৃদ্ধিতে ফরিদপুরে গণ অনশন

ফরিদপুর প্রতিনিধি বঙ্গবাণী

প্রকাশিত: ১৮:২৭, ২০ নভেম্বর ২০২১

খালেদা জিয়ার মুক্তি ও দ্রব্য মূল্য বৃদ্ধিতে ফরিদপুরে গণ অনশন

ছবি- বঙ্গবাণী

দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর জেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর গণ অনশন কর্মসূচি পালন করা হয়েছে। আজ সকাল দশটায়  ফরিদপুর প্রেসক্লাবের সামনে ফরিদপুর জেলা বিএনপি'র উদ্যোগে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ মোদাররেছ আলি ঈছার সভাপতিত্বে বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশের সুচিকিৎসার দাবিতে গণ-অনশন কর্মসূচি পালিত হয়। 

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন  বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ রিঙ্কু, বিএনপি'র ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, জেলা যুবদলের সাবেক সভাপতি আফজাল হোসেন খান পলাশ, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, জেলা যুবদলের সাবেক সভাপতি রাজিব হোসেন (রাজিব), সাবেক সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপি এডভোকেট আলি আশরাফ নান্নু সহ বিএনপি'র অন্যান্যরা নেতাকর্মীরা।

এ সময় তারা বক্তব্যে বলেন, বেগম জিয়া তিনি শুধু একজন বিএনপি'র নেত্রী নয় তিনি তিন তিন বারের সাবেক প্রধানমন্ত্রী তার স্বামী সাবেক রাষ্ট্রপতি। বর্তমান সরকার অন্যায়ভাবে বেগম জিয়াকে মিথ্যা মামলা দিয়ে দীর্ঘদিন কারাগারে রেখে অসুস্থ করেছে। আজ তার উন্নত চিকিৎসার দরকার অথচ সরকার তাঁকে ভালো চিকিৎসার জন্য বিদেশে যেতে দিচ্ছেনা। সমাবেশ থেকে দাবি তোলা হয় সাবেক এই প্রধানমন্ত্রীকে অবিলম্বে কারামুক্ত করে উন্নত, চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করার এবং বিভিন্ন দ্রব্য মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে এর প্রতিবাদ জানান।

বঙ্গবাণীডটকম/এমএস

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত