ঢাকা, ০৬ নভেম্বর, ২০২৫ | কার্তিক ২২ ১৪৩২
ঢাকা, ০৬ নভেম্বর, ২০২৫       
Shruhid Tea

করোনা মোকাবেলায় বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানালেন ডিসি

মেহেদী সোহেল বঙ্গবাণী

প্রকাশিত: ১৭:৩৮, ১৮ জুলাই ২০২১

করোনা মোকাবেলায় বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানালেন ডিসি

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারের সঙ্গে উনিলিভারের কর্মকর্তারা

মহামারী করোনা মোকাবেলায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। তিনি আজ ফরিদপুর জেনারেল হাসপাতালের জন্য ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড এর পক্ষ থেকে অক্সিজেন কনসেনট্রেটর গ্রহণ কালে এই আহবান জানান।

অতুল সরকার বলেন, করোনা ভাইরাসের কারনে শুধুমাত্র আমাদের দেশ নয়, পুরো পৃথিবী একটি ‘ক্রাইসেস মোমেন্ট’ এর মধ্য দিয়ে যাচ্ছে। হাসপাতাল গুলোতে রুগীর চাপ বাড়ছে। এমন ভাবে সমাজের বিত্তবানরা যদি এগিয়ে আসেন তাহলে হয়ত এই প্রতিকূলতা কাটিয়ে উঠা অনেকটাই সহজ হবে।

এর অগে বেলা ১২ টার দিকে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারের হাতে কনসেনট্রেটর দুইটি ইউনিলিভারের পক্ষ থেকে তুলে দেয়া হয়। জেলা প্রশাসক কনসেনট্রেটর দুইটি জেনারেল হাসপাতালের মুমুর্ষ রুগীদের ব্যবহারের জন্য সিভিল সার্জনের কাছে হস্তান্তর করেন। 

সিভিল সার্জন ডা. সিদ্দিকুর রহমান বলেন, অক্সিজেন কনসেনট্রেটর বাতাস থেকে অক্সিজেন আলাদা করে এর ঘনত্ব বাড়িয়ে রুগীদের দেয়ার জন্য উপযোগী করে দেয়। এটা মুমুর্ষ রুগীদের জন্য বেশ কার্যকর একটা যন্ত্র। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এর মাধ্যমে জেনারেল হাসপাতালে আগত মুমুর্ষ রুগীরা এখন থেকে এই সেবা নিতে পারবেন। 

বঙ্গবাণীডটকম/এমএস

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত