ঢাকা, ০৭ নভেম্বর, ২০২৫ | কার্তিক ২২ ১৪৩২
ঢাকা, ০৭ নভেম্বর, ২০২৫       
Shruhid Tea

ওস্তাদ শাহাদাত হোসেন খান মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ০৮:৫৭, ২৯ নভেম্বর ২০২০

ওস্তাদ শাহাদাত হোসেন খান মারা গেছেন

ওস্তাদ শাহাদাত হোসেন খান

একুশে পদকপ্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বরেণ্য সরোদশিল্পী ওস্তাদ শাহাদাত হোসেন খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার রাত সাড়ে ৮টায় ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উত্তরার তার মৃত্যু হয়।

১৯৫৮ সালে উপমহাদেশের অন্যতম এক সংগীত পরিবারে জন্ম নেন শাহাদাত হোসেন খান। পৈত্রিক বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায়। তিনি বিশ্বখ্যাত সংগীতজ্ঞ ও সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর ছোট ভাই ওস্তাদ আয়েত আলী খাঁর নাতি। তার বাবা ওস্তাদ আবেদ হোসেন খান একজন প্রখ্যাত উচ্চাঙ্গ সংগীতশিল্পী ও সেতার বাদক।

সংগীতে অসামান্য অবদানের জন্য ১৯৯৪ সালে একুশে পদকে ভূষিত হন সরোদশিল্পী শাহাদাত হোসেন খান। তার যমজ মেয়ে আফসানা খান সেতার বাদক ও রুখসানা খান সরোদ বাদক।

বঙ্গবাণী/এমএস

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত