ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৪ | বৈশাখ ১৩ ১৪৩১
ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৪       
banner

ঐতিহাসিক ও চ্যালেঞ্জিং চরিত্রে নিরব

বিনোদন প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ১৮:৫৮, ২৩ অক্টোবর ২০২১

ঐতিহাসিক ও চ্যালেঞ্জিং চরিত্রে নিরব

নিরব

ঢালিউডের দর্শকপ্রিয় নায়ক নিরব এবার একটি ঐতিহাসিক ও চ্যালেঞ্জিং চরিত্র কাজ করবেন। এজন্য সম্প্রতি সরকারী অনুদানের একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ‘টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’ নামের এই চলচ্চিত্রটি পরিচালনা করছেন গুণি নির্মাতা মুশফিকুর রহমান গুলজার। মাসুম রেজার চিত্রনাট্যে এই চলচ্চিত্রটিতে নিরব অভিনয় করবেন সৈয়দ নূরুল হকের চরিত্রে। 

এ বিষয়ে নিরব বলেন, ‘টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’ চলচ্চিত্রে শেখ নূরুল হকের চরিত্র করবো। এটি একটি ঐতিহাসিক ও চ্যালেঞ্জিং চরিত্র। আগামী ২৬ তারিখ থেকে আমার অংশের শুটিং শুরু হবে। ১৯৩০ সালের ঘটনায় দেখা যাবে কলকাতার চিত্র। কলকাতার একটি ব্যাংকে চাকরি করতেন সৈয়দ নূরুল হক। ওই সময় বঙ্গবন্ধু কিশোর ছিলেন। রোগে আক্রান্ত হয়েছিলেন। সৈয়দ নূরুল হক বিভিন্ন হাসপাতালে ঘুরে বঙ্গবন্ধুর চিকিৎসায় সহযোগিতা করেছিলেন। বঙ্গবন্ধুর জীবনী অনেকেই জানেন কিন্তু তাঁর কিশোরকাল সম্পর্কে অনেকেরই অজানা। সেই সময়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলোই এ চলচ্চিত্রটির উপজীব্য।

‘টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’ নিরব অভিনীত তৃতীয় সরকারি অনুদানের চলচ্চিত্র। এর আগে তিনি ২০১৯-২০ অর্থবছরে বন্ধন বিশ্বাসের পরিচালনায় ‘ছায়াবৃক্ষ’ ও রোজিনার পরিচালনায় ‘ফিরে দেখা’ চলচ্চিত্রে কাজ করেছেন। চলচ্চিত্র এখনো প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়নি।

বঙ্গবাণীডটকম/এমএস

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত