ঢাকা, ২৪ এপ্রিল, ২০২৪ | বৈশাখ ১০ ১৪৩১
ঢাকা, ২৪ এপ্রিল, ২০২৪       
banner

এফডিসিতে নায়ক ফারুকের জানাজা সম্পন্ন

বিনোদন প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ১৮:৪২, ১৬ মে ২০২৩

এফডিসিতে নায়ক ফারুকের জানাজা সম্পন্ন

ছবি-সংগৃহীত

ঢালিউডের কিংবদন্তি অভিনেতা, বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের মরদেহ তার দীর্ঘদিনের কর্মস্থল এফডিসিতে নিয়ে আসা হয়েছে। শেষ শ্রদ্ধা জানাতে মঙ্গলবার দুপুর ১টায় ফারুকের মরদেহ এফডিসিতে নেওয়া হয়। 

নায়ককে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে এফডিসিতে এসেছিলেন তার দীর্ঘদিনের সহকর্মীসহ নবীন-প্রবীণ চলচ্চিত্রকর্মীরা। শ্রদ্ধা জানাতে এসেছিলেন নায়ক আলমগীর, সুজাতা, রোজিনা, ওমর সানী, ফেরদৌসসহ অনেকেই। 

এ ছাড়া নায়ককে শেষ শ্রদ্ধা জানান চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াত, পরিচালিক সমিতির মহাসচিব শাহীন সুমন, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক নিপুণ আক্তার। 

সবার শ্রদ্ধা জানানোর শেষে দুপুর ১টা ৫৩ মিনিটের দিকে ফারুকের জানাজা শুরু হয়। এতে অংশ নেন তার সহকর্মীরা ছাড়াও অসংখ্য ভক্ত-অনুরাগীরা।

এর আগে উত্তরার বাসা থেকে সকাল ১১টার দিকে শহীদ মিনারে নেওয়া হলে সব শ্রেণি-পেশার মানুষ সেখানে শ্রদ্ধা জানান। গুলশানের আজাদ মসজিদে বাদ আসর দ্বিতীয় জানাজা শেষে মরদেহ নায়কের জন্মস্থান গাজীপুরের কালীগঞ্জে নেওয়া হবে। সেখানে পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি।

বঙ্গবাণীডটকম/এমএস

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত