ঢাকা, ০৬ নভেম্বর, ২০২৫ | কার্তিক ২২ ১৪৩২
ঢাকা, ০৬ নভেম্বর, ২০২৫       
Shruhid Tea

আমি একটি ভাড়া ফ্লাটে থাকি: পরীমণি

বিনোদন প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ১৮:০৩, ৩০ জুন ২০২১

আমি একটি ভাড়া ফ্লাটে থাকি: পরীমণি

পরীমণি । ছবি-সংগৃহীত

ঢালিউড সুন্দরী পরীমণির বিষয়ে অনকেই অনেক ধরনের মন্তব্য করে থাকেন। এসব মন্তব্য সাধারণত গায়ে মাখেন না তিনি। তবে সম্প্রতি সময়ে ঢাকা বোট ক্লাবের ঘটনায় আলোচনা-সমালোচনার কেন্দ্রে চলে আসেন এই নায়িকা। শিল্পীদের কেউ কেউ এই সমালোচকের দলে যোগ দিয়েছেন বলে নিজের ফেসবুকে এমন অভিযোগ করে স্ট্যাটাস দিয়েছেন পরীমণি। ফেসবুকে তিনি লিখেছেন...

আজ এসব নিয়েও লিখতে হচ্ছে ভাবতে কষ্ট হচ্ছে সত্যি। যখন বড় বড় সম্মানিত শিল্পীরাও পিছে রটানো গসিপ নিয়ে আমার দিকে আঙ্গুল তুলতেও ছাড়লেন না আজ! একবার একটু জেনে নিতেই পারতেন চাইলে।

যাইহোক, এসব এর একটু পরিত্রাণ দরকার এবার। আমার একটি মাত্র হ্যারিয়ার গাড়ি। যেটি ব্যাংক লোনে চলছে। এবং আমি একটি ভাড়া ফ্লাটে থাকি। আমি আমার আয়ের হিসেব সরকারের কাছে অবশ্যই প্রদান করি। আমি নিয়মিত একজন করদাতা।

আমার কোন ১০ কোটি টাকার বাড়ি বা ৫/৪/৩ কোটি (যেমন টা আপনারা বানালেন আরকি) টাকার গাড়িও নেই। আপনারা দোয়া করবেন,আমাকে নিয়ে আপনাদের এই মহান উচ্চ আশা পূরন করবো ইনশাআল্লাহ ????

মিথ্যা বা গুজব ছড়ানোর জন্য আপনারা কতোটুকু জয়ী হলেন ভেবে দেখবেন প্লিজ । 
- আপনাদের পরীমণি ????

বঙ্গবাণীডটকম/এমএস

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত