ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৪ | বৈশাখ ১৩ ১৪৩১
ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৪       
banner

আবারো আফগানিস্তান ক্রিকেট বোর্ডের হলেন চেয়ারম্যান ফজলি

খেলা ডেস্ক বঙ্গবাণী

প্রকাশিত: ১৯:২১, ২৩ আগস্ট ২০২১

আবারো আফগানিস্তান ক্রিকেট বোর্ডের হলেন চেয়ারম্যান ফজলি

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) চেয়ারম্যান আজিজুল্লাহ ফাজলি।

আবারো মতো আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন আজিজুল্লাহ ফাজলি। তালেবানদের আফগানিস্তানের ক্ষমতা দখলের পর গতকাল দেশের ক্রিকেট বোর্ডে এলো বড় পরিবর্তন। এতে এসিবির বড় পদে ফারহান ইউসুফজাইয়ের স্থলাভিষিক্ত হলেন ফাজলি। ক্ষমতা নেয়ার পর তালেবানদের বড়সড় রদবদলের প্রথম ঘটনা এটি।

রোববার বোর্ড কর্মকর্তাদের সঙ্গে তালেবানের বৈঠক শেষে ফাজলিকে চেয়ারম্যান পদ দেয়া হয়। টুইটারের মাধ্যমে এক বার্তায় ফাজলিকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করে এসিবি।

এসিবি জানায়, ‘এসিবি’র সাবেক চেয়ারম্যান আজিজুল্লাহ ফাজলিকে আবারো বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি আসন্ন প্রতিযোগিতাগুলোতে নিজের দায়িত্ব পালন করবেন’।

এর আগে আতিফ মশালের পদত্যাগের পর ২০১৮ সালের সেপ্টেম্বরে নিয়োগ পান ফাজলি। পরের বছরের জুলাই পর্যন্ত এসিবির চেয়ারম্যান ছিলেন ফাজলি। ২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে আফগানিস্তানের ব্যর্থতায় ফারহানের স্থলাভিষিক্ত হয়েছিলেন ফাজলি। 

প্রায় দুই দশক ধরে আফগান ক্রিকেটের প্রসারে সহায়তা করছেন তিনি। এসিবির ভাইস চেয়ারম্যান ও উপদেষ্টার ভূমিকাও পালন করেছিলেন ফাজলি।

ফাজলির প্রথম কাজই হবে শ্রীলংকার মাটিতে আফগানিস্তান-পাকিস্তানের আসন্ন ওয়ানডে সিরিজটি ভালোভাবে সম্পন্ন করা। কাবুল বিমানবন্দর থেকে বাণিজ্যিক ফ্লাইট বন্ধ। এই পরিস্থিতিতেও সিরিজটি আয়োজন করা। তবে করোনাভাইরাসের কারণে শ্রীলংকার লকডাউনে আফগানিস্তান-পাকিস্তানের ওয়ানডে সিরিজটি এখন হুমকির মুখে রয়েছে।

বঙ্গবাণীডটকম/এমএস

খেলা বিভাগের সর্বাধিক পঠিত