ঢাকা, ০৫ নভেম্বর, ২০২৫ | কার্তিক ২১ ১৪৩২
ঢাকা, ০৫ নভেম্বর, ২০২৫       
Shruhid Tea

অবেশেষে প্রেক্ষাগৃহে রফিক শিকদারের বসন্ত বিকেল

বিনোদন প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ১২:০০, ২১ অক্টোবর ২০২২

অবেশেষে প্রেক্ষাগৃহে রফিক শিকদারের বসন্ত বিকেল

রফিক শিকদার, শিপন মিত্র ও নবাগতা হুমায়রা সুবাহ্

দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে অবেশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রফিক শিকদার পরিচালিত চলচ্চিত্র ‘বসন্ত বিকেল’। এ চলচ্চিত্রে মাধ্যমে রুপালী পর্দায় অভিষেক হচ্ছে হুমায়রা সুবাহ্’র। এই নবাগতার সঙ্গ জুটি হয়েছেন শিপন মিত্র। চলচ্চিত্রটি ঢাকা সহ সারা দেশের ১৯টি প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে বলে জানিয়েছেন পরিচালক।

‘বসন্ত বিকেল’ ছবির শুটিং হয়েছিল ২০১৯ সালের মাঝামাঝি সময়ে। ছবির শেষ দৃশ্যটা ধারণ করতে হবে বসন্তকালে। পরিচালকের ইচ্ছা, ফুলে ভরা শিমুল গাছের নিচেই হবে এই দৃশ্য। শিমুল ফোটে বসন্তকালে, এপ্রিলে। অনেকেই পরামর্শ দিয়েছিলেন অন্য কোনোভাবে করা যায় কি না। কিন্তু পরিচালক রফিক শিকদার বসন্ত ছাড়া এই দৃশ্য করতে রাজি হননি। এপ্রিলের ঠিক আগে আগে আসে করোনা।

ছবিটি নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। প্রযোজকও নড়বড়ে হয়ে গেলেন। দেড় বছর পর পরিচালকের উদ্যোগে অভিনয়শিল্পীরা এগিয়ে আসেন। তারা নিজেদের পারিশ্রমিকে ছাড় বাকি কাজটুকু শেষ করেন। 

‘বসন্ত বিকেল’ গল্পের প্লট মহানায়িকা সুচিত্রা সেনের স্মৃতিবিজড়িত পাবনা শহর। ছবিটির প্রায় ৪৫ দিনের মতো শুটিং হয়েছে। ঢাকা, মানিকগঞ্জ, মাওয়া, পদ্মার পারেও হয়েছে শুটিং। সবচেয়ে বেশি সময় শুটিং হয়েছে পাবনায়, ২০ দিন।

চলচ্চিত্রটিতে শিপন মিত্র ও নবাগতা হুমায়রা সুবাহ্ ছাড়া আরো অভিনয় করেছেন, সুচরিতা, ওমর সানি, শাহনূর, তানভীর তনু, শিবা শানু, ডন, ইমরান হাসো প্রমুখ।

বঙ্গবাণীডটকম/এমএস

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত