ঢাকা, ২৯ আগস্ট, ২০২৫ | ভাদ্র ১৩ ১৪৩২
ঢাকা, ২৯ আগস্ট, ২০২৫       
Shruhid Tea

১৫ দিনে কমাতে হবে ১৫ কেজি, রাজি অপু বিশ্বাস

বিনোদন প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ১০:১২, ১৪ সেপ্টেম্বর ২০২০

১৫ দিনে কমাতে হবে ১৫ কেজি, রাজি অপু বিশ্বাস

অপু বিশ্বাস

‘ছায়াবৃক্ষ’ নামে নতুন একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হলেন ঢালিউড সুন্দরী অপু বিশ্বাস। বন্ধন বিশ্বাস পরিচালিত এই চলচ্চিত্রটি সরকারের অনুদানে নির্মাণ করা হবে। আর এর জন্য অপুকে বেশ ঘাম ঝরাতে হবে। কমাতে হবে কমপক্ষে ১৫ কেজি ওজন। হাতে সময় মাত্র ১৫ দিন। বিষয়টি জানিয়েছেন পরিচালক বন্ধন বিশ্বাস নিজেই।

তিনি বলেন, ‌‘চরিত্রের প্রয়োজনে এখানে অপু বিশ্বাসকে কম করে ১৫ কেজি ওজন কমাতে হবে। তিনি তাই করবেন বলে আশ্বাস দিয়েছেন।’

এদিকে ১৩ সেপ্টেম্বর রাজধানীর একটি রেস্তোরাঁয় এই সিনেমায় আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন অপু। এ সময় উপস্থিত ছিলেন চলচ্চিত্র প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, ছবির নায়ক নিরব হোসেনসহ সিনেমাটির প্রযোজক ও পরিচালক।

অপু বলেন, ‘সিনেমার গল্প চা শ্রমিকদের নিয়ে। তাদের জীবনের সুখ, দুঃখ, হাসি, কান্না থাকছে এতে। গল্পটি যে কারোরই ভালো লাগবে। আমার খুব পছন্দ হয়েছে। আশা করি আগামী মাসে শুটিংয়ে ফিরতে পারবো।’

২০১৯-২০ অর্থবছরে পূর্ণদৈর্ঘ্য বিভাগে ৫০ লাখ টাকা অনুদান পায় ‘ছায়াবৃক্ষ’ সিনেমা। ছবিটির অপর প্রযোজক অনুপ কুমার বড়ুয়া। সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন তানভীর আহমেদ সিডনি। সংগীত পরিচালনায় আছেন ইমন সাহা।

জানা যায়, ১ অক্টোবর থেকে চট্টগ্রামে ‘ছায়াবৃক্ষ’ ছবির শুটিং হবে। পুরো কাজ হবে সেখানকার একটি চা বাগানে।

বঙ্গবাণী/এমএস

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত